ঢাকায় চীনা বই প্রদর্শনী শুরু
  2016-10-13 16:28:46  cri

অক্টোবর ১৩ : চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর শুরুর আগেই গত মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় সাত দিনব্যাপী চীনবিষয়ক বই প্রদর্শনী শুরু হয়েছে।

চীন ও বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্রছাত্রীসহ দু'শ জনের বেশি অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালোর উদ্যোগে অনুষ্ঠিত প্রদর্শনীতে 'সি চিন পিংয়ের রাষ্ট্রপ্রশাসন নীতি'সহ চীনবিষয়ক এক হাজারেও বেশি বই রয়েছে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস, সমাজ এবং 'এক অঞ্চল, এক পথের'সহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে প্রদর্শনীতে। চীনা, ইংরেজি ও বাংলা ভাষায় লেখা বই এ প্রদর্শনীতে উপস্থাপন করা হচ্ছে। বাংলাভাষায় লেখা চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) প্রকাশিত 'হ্যালো চায়না' নামের বইয়ের মাধ্যমে পাঠক ভালোভাবে চীনকে জানতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে চীন সম্পর্কিত বাংলা ভাষায় লেখা বই খুব কম থাকায় সিআরআই, কমার্শিয়াল প্রেস ও বাংলাদেশের ভাষা গবেষণা সংস্থা এবং বাংলাভাষা ইন্সটিটিউট যৌথ উদ্যাগে আগামী ৫ বছরের মধ্যে পৃথকভাবে বাংলা ভাষায় ধারাবাহিকভাবে চীনা বই প্রকাশ করবে। (লিলি/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040