কম্বোডিয়া, বাংলাদেশ ও ভারত সফরের উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করলেন চীনের প্রেসিডেন্ট
  2016-10-13 10:36:14  cri
অক্টোবর ১৩: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনের উদ্দেশে বেইজিং ত্যাগ করেন। তিনি কম্বোডিয়া থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাবেন। ভারতে তিনি গোয়ায় অনুষ্ঠেয় ব্রিক্‌স-এর অষ্টম শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন।

চীনা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে আছেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নীতি গবেষণা দপ্তরের পরিচালক ওয়াং হু নিং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিসির কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের পরিচালক ও সিপিসির কেন্দ্রীয় কমিটির প্রধান দপ্তরের পরিচালক লি জান শু, এবং রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি। (নীলাম্বর/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040