চীন-বাংলাদেশ সংবাদ মাধ্যম আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত
  2016-10-12 19:30:02  cri

অক্টোবর ১২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর উপলক্ষ্যে চীন-বাংলাদেশ সংবাদ মাধ্যম আলোচনা সভা গতকাল (মঙ্গলবার) ঢাকায় অনুষ্ঠিত হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-মহাপরিচালক থুও জেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চীন আন্তর্জাতিক বেতারের ভাইস প্রেসিডেন্ট হু বাং শেং এবং দু'দেশের দশাধিক প্রধান প্রধান সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিরা দু'দেশের সংবাদ মাধ্যম ক্ষেত্রের সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।

আলোচনায় দু'দেশের প্রতিনিধিরা একমত হয়েছে যে সংবাদ সংগ্রহ বা বিনিময়ের ক্ষেত্রে দু'দেশের সংবাদ মাধ্যমের সহযোগিতা আরো জোরাল হওয়া উচিত।

চীনের শিনহুয়া বার্তা সংস্থা ও বাংলাদেশ ডেইলি অবজারভার পত্রিকার সঙ্গে ইংরেজি সংবাদ বিনিময়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিনহুয়া বার্তা সংস্থা ও বাংলাদেশের ডিবিসি টেলিভিশনের সঙ্গে ইংরেজি ভিডিও সংবাদ বিনিময়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীন আন্তর্জাতিক বেতার ও বাংলাদেশ বেতারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম এফএম প্রচার চুক্তির মেয়াদ বিস্তারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠানের উচ্চ প্রশংসা করেন।

সিআরআই-এর ভাইস প্রেসিডেন্ট হু বাং শেং বলেন, বহু দিন ধরে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সিআরআই অনেক অবদান রেখেছে। ২০১০ সালে প্রথম চীনা-বালা অভিধান প্রকাশিত হয়। গত মে মাসে ৩৩ খণ্ডের 'রবীন্দ্র রচনাবলী' বাংলা ভাষা থেকে চীনা ভাষায় অনুবাদ করে প্রকাশিত হয়েছে।

সিআরআই ও বাংলাদেশের এটিএন টেলিভিশনের সঙ্গে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণ করা হচ্ছে। চীন ও বাংলাদেশের মধ্যে সংবাদ মাধ্যমের সহযোগিতা আরো ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040