কম্বোডিয়ার তথ্যমাধ্যমে প্রেসিডেন্ট সি'র স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশিত
  2016-10-12 18:43:50  cri
অক্টোবর ১২: আজ (বুধবার) কম্বোডিয়া সফরের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং 'কম্বোডিয়ার আলো' পত্রিকায় স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ করেন।

'সুপ্রতিবেশী ও সত্যিকার বন্ধু' শিরোনামে প্রেসিডেন্ট সি'র এই প্রবন্ধে বলা হয়, কম্বোডিয়া হলো প্রাচীন সামুদ্রিক রেশমপথের গুরুত্বপূর্ণ একটি স্থান। পরিশ্রমী কম্বোডীয় জনগণ মানবসভ্যতার ইতিহাসে অমর। চীন এবং কম্বোডিয়ার বন্ধুত্বপূর্ণ বিনিময়ের ইতিহাস ১০০০ বছর আগে সূত্রপাত হয়েছে। ২০১০ সালে চীন ও কম্বোডিয়ার মধ্যে সার্বিক কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা হয়। দু'দেশের সম্পর্ক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ শক্তিশালী গতিতে বৃদ্ধি পেয়ে আসছে। টানা তিন বছর ধরে চীন কম্বোডিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও পুঁজি বিনিয়োগকারী দেশ হয়ে ওঠে।

চীন ও কম্বোডিয়ার সম্পর্কের নতুন সূচনায় দাঁড়িয়ে চীন কম্বোডিয়ার সঙ্গে দেশ দু'টির সম্পর্ক গভীর পর্যায়ে নিয়ে যেতে ইচ্ছুক বলে প্রবন্ধে জোর দিয়ে বলা হয়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040