প্রেসিডেন্ট সি'র সফরের প্রাক্কালে কম্বোডিয়ার রাজধানীতে চীনা বইমেলার উদ্বোধন
  2016-10-11 10:41:14  cri

অক্টোবর ১১: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন কম্বোডিয়া সফরের প্রাক্কালে গতকাল (সোমবার) দেশটির রাজধানী নমপেনে চীনা বইমেলার উদ্বোধন করা হয়।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান তুও চেন, নমপেনে চীনা রাষ্ট্রদূত স্যিয়ং বো, কম্বোডিয়ার সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব খিম সারিথ এবং দু'দেশের একাধিক সরকারি কর্মকর্তা, বিভিন্ন মহলের অতিথি ও সাংবাদিকসহ প্রায় ১৭০ জন অতিধি চীনা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিনে নমপেনে 'চীন-কম্বোডিয়া গণমাধ্যম ফোরাম'-এর সভাও অনুষ্ঠিত হয়। দু'দেশের দশটিরও বেশি মুলধারার গণমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশ নেন। তারা তথ্য-সহযোগিতা ও নতুন গণমাধ্যম উন্নয়নের মতো ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040