নয়া চীনের ৬৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান
  2016-10-08 17:15:18  cri


আজ ১লা অক্টোবর ২০১৬। পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের ৬৭তম জাতীয় দিবস। এই দিনটি চীনা জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় একটি দিন।

১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সে তুং পেইচিংয়ের তিয়েন আন মেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন। প্রতিষ্ঠিত হয় চীন গণপ্রজাতন্ত্র। জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতি বছর পহেলা অক্টোবর অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করে থাকে চীনা জনগণ। এ দিনে চীনের বিভিন্ন অঞ্চলকে বিশেষ ভাবে সাজানো হয়। চীনের জাতীয় দিবস চীনাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিশ্ব দৃষ্টিও থাকে চীনের দিকে। জাতীয় দিবস উপলক্ষ্যে চীনের বেতার টেলিভিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তেমনি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বাংলা বিভাগ, বাংলাদেশের বিশিষ্ট জনদের নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করে। যাতে অংশ নিয়েছেন রাজনীতিবিদ, কূটনীতিক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং শ্রোতা নেতৃবৃন্দ। এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি দিদারুল ইকবাল।

তাহলে শ্রোতাবন্ধুরা আমরা এখন চলে যায় আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানের অতিথিদের কাছে।

আমাদের সাথে রয়েছেন, বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ও ডিআইআইএসএস এর চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ, চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রথম ডিফেন্স এ্যাটাচি ও বাংলাদেশের সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এম মাহাবুবুর রহমান, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির মহাসচিব মো: শাহরিয়ার জামান সুমন, সিআরআই-এর সাবেক ভাষা বিশেষজ্ঞ আবাম সালাউদ্দিন, দৈনিক ফিন্যানসিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ সংবাদদাতা ও সিআরআই-এর সাবেক ভাষা বিশেষজ্ঞ শিহাবুর রহমান, দৈনিক আমাদের সময় পত্রিকার ফিচার সম্পাদক ও সিআরআই-এর সাবেক ভাষা বিশেষজ্ঞ শান্তা মারিয়া এবং সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল।

শ্রোতবন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন নয়া চীনের ৬৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। চীন বিশ্ব শান্তি ও পরিবেশ সুরক্ষা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা রেখে আজকের মত এখানে বিদায় নিচ্ছি – আমি

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040