প্রামাণ্যচিত্র 'আদোইত সঙ্গীত'
  2016-10-18 10:23:21  cri

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সাহিত্য ও সংস্কৃতি'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, গত সপ্তাহে আমরা টুটুল ও নীলাম্বরের ইয়ুন নান প্রদেশে ভ্রমণ সম্পর্কে শুনেছি। আজকের অনুষ্ঠানে আমি আমার কান স্যু প্রদেশের চিয়া ইয়ু কুয়ান ও তুন হুয়াং'র অভিজ্ঞতা শেয়ার করবো।

আমি ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কান স্যু প্রদেশের চিয়া ইয়ুন কুয়ান ও তুন হুয়াং শহর সফর করি।

কান স্যু প্রদেশ চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বন্ধুরা কি জানেন যে, কান স্যু প্রদেশের ভৌগোলিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ, তা রেশমপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাচীনকাল থেকে এই প্রদেশ পূর্ব-পশ্চিম যোগাযোগে বিপুল অবদান রেখেছে। এখানে সুন্দর দৃশ্য আছে, যদিও এখানে সুন্দর নীল নদী বা সবুজ পাহাড় নেই। তবে এখানে আছে সুবিশাল মরুভূমি, যা অন্যরকম সুন্দর।

আমার জন্য এ ধরনের দৃশ্য খুবই বিশেষ, কারণ আমার জন্মস্থান চীনের দক্ষিণাঞ্চলে। সেজন্য আমি কান স্যুর প্রতি খুবই আগ্রহী। বেইজিং থেকে রওনা হওয়ার আগে আমি জানতে চাই, ওখানে কী কী অদ্ভুত সব জিনিস আছে।

প্রথমে আমি চিয়া ইয়ুন কুয়ান শহরে পৌঁছাই। সেখানে চীনের পঞ্চম (চিয়া ইয়ুন কুয়ান) আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এবার বৈশিষ্ট্যময় একটি বিষয় হলো চলচ্চিত্র উত্সবে 'ভারতীয় চলচ্চিত্র' নামে বিশেষ পর্ব ছিল।

উত্সবে ভারতের ছয়জনের একটি দল আসেন। তাদের মধ্যে দু'জন সাংস্কৃতিক ও চলচ্চিত্র মহলের প্রতিনিধিত্বকারী ব্যক্তি এবং ৪জন চলচ্চিত্র পরিচালক। তারা এত প্রতিভাবান যে তাদের নিজের জীবনের অভিজ্ঞতা ও তাদের চলচ্চিত্রের গল্প শুনে অনেকে অনেক মুগ্ধ হয়েছেন এবং আবেগে কান্না করেছেন।

তাদের মধ্যে আমি একজন পরিচালকের সঙ্গে সাক্ষাত্ করি। তিনি হলেন প্রামাণ্যচিত্র 'আদোইত সঙ্গীত' এর পরিচালক মাকারান্দ ব্রাহ্মী। তিনি নিজেও একজন সঙ্গীতশিল্পী। তিনি প্রায় ৪০ বছর ভারতের ধ্রুপদী সংগীত নিয়ে গবেষণা করেছেন।

প্রামাণ্যচিত্র আদোইত সঙ্গীতে ভারতের দু'জন সহোদর পণ্ডিত রাজন ও পণ্ডিত সজন মিশ্র'র ধ্রুপদী সংগীত জীবনের গল্প তুলে ধরা হয়েছে। তারা দু'জন ৪০ বছর ভারতীয় ধ্রুপদী সংগীত গেয়েছেন। মাকারান্দ বলেন, ভারতীয় ধ্রুপদী সংগীত জগত সাগরের মত বিশাল। তিনি আশা করেন এ প্রামাণ্যচিত্র ভারতের ধ্রুপদী সংগীত জগতের ছোট একটি অংশ হলেও তা দেখার পর সবাই ভারতীয় ধ্রুপদী সংগীতের প্রতি আগ্রহী হয়ে উঠবেন।

প্রামাণ্যচিত্রটি নিয়ে তিনি বলেন, তিনি প্রায় ৭ বছর ধরে এ কাজের প্রস্তুতি নিয়েছেন, কিন্তু শুটিংয়ের কাজ শেষ করেছেন মাত্র ২০ দিনে। তিনি ব্যাখ্যা করেন যে, ভালো প্রামাণ্যচিত্রের কোনো পাণ্ডুলিপির প্রয়োজন নেই, এটি চিরস্থায়ী।

মাকারান্দ বলেন, তিনি এখনও ভারতের ধ্রুপদী সংগীত শিখছেন। তার কাছে পড়াশুনার জগতের কোনো সীমা নেই। কলেজে পড়ার সময় তিনি নাটকে অংশ নিয়েছেন। কলেজ জীবন শেষে তিনি বিভিন্ন সময় টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেছেন। এভাবে তিনি চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে জানেন।

ভারতের ধ্রুপদী সংগীতের প্রতি তার ভালবাসা এত গভীর যে তিনি একটি সংশ্লিষ্ট চলচ্চিত্র তৈরি করার সিদ্ধান্ত নেন। আর এ জন্য তিনি আদোইত সঙ্গীত প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন।

তিনি বলেন, বর্তমানে নতুন প্রযুক্তি হাজির হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমাদের সুন্দর ধ্রুপদী সংগীত সংরক্ষণ করতে পারি। আর মানুষের মনও সবসময় পরিবর্তন হচ্ছে, আগের গল্প নতুন যুগে নতুন চেহারা নিয়ে হাজির হচ্ছে। সেজন্য আমরা ইতিহাসের প্রতি মুহূর্তের ধ্রুপদী সংগীত রেকর্ড করি, যাতে ভবিষ্যতে আরো বেশি মানুষ আমাদের সঙ্গীত শুনতে পারেন।

মাকারান্দ চীনের সঙ্গীতের প্রতিও খুব আগ্রহী। তিনি বলেন, এবারের চলচ্চিত্র উত্সব দু'দেশের খুবই ভাল একটি সুযোগ, ভারত ও চীনের উচিত সাংস্কৃতিক বিনিময় জোরদার করা। বিশেষ করে রেশমপথের সুযোগ কাজে লাগানো উচিত দেশ দু'টির। রেশমপথ অর্থনৈতিক কল্যাণ বয়ে আনা ছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা আরো ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়ন করে প্রাচ্যের আরো উজ্জ্বল সংস্কৃতি সৃষ্টি করবো।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040