'চীনে পর্যটন বছর-২০১৬'
  2016-10-04 16:22:09  cri

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সাহিত্য ও সংস্কৃতি'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, সম্প্রতি আমার সহকর্মী টুটুল ও নীলাম্বর চীনের খুন মিং শহর সফর করেন। আমিও সেপ্টেম্বর মাসের শেষ দিকে চীনের কান সু প্রদেশের চিয়া ইয়ু কুয়ান ও তুন হুয়াং শহর ভ্রমণ করেছি।

বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে, চলতি বছরের জানুয়ারি মাসে ভারত 'চীনে পর্যটন বছর-২০১৬' শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়। অক্টোবর মাসে ব্রিকস গ্রুপের নেতাদের অষ্টম সাক্ষাত্ ভারতের গোয়া শহরে অনুষ্ঠিত হবে। সেজন্য এ দু'টি তাত্পর্যপূর্ণ ঘটনার জন্য সিআরআই'র দক্ষিণ এশিয়া কেন্দ্র ধারাবাহিক সাক্ষাত্কার অনুষ্ঠান আয়োজন করে। তিনটি দল আলাদা তিনটি প্রদেশে গিয়ে 'সাংস্কৃতিক অভিজ্ঞতা' শিরোনামে ধারাবাহিক ভিডিও শুটিং এবং প্রবন্ধ রচনা করেন। টুটুল ও নীলাম্বর প্রথম দল হিসেবে ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের খুন মিংয়ের ইয়ুন নান শহর সফর করেন।

শ্রোতাবন্ধুরা অবশ্যই আমাদের এ সফর বা ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জানতে আগ্রহী, তাইনা? তাহলে আজকের অনুষ্ঠানে আমরা প্রথমে টুটুলের খুন মিং শহর সফর, বিশেষ করে ইয়ুন নান মিনজু বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা শুনবো।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040