হ্যালো চায়না:৪৩. চন্দ্রমল্লিকা
  2016-10-07 15:20:15  cri

৮ মার্চ অর্থাৎ চীনের নারী দিবসের দিনে একজন চীনা নারী চীনে কর্মরত এক বিদেশি বন্ধুর কাছ থেকে চন্দ্রমল্লিকা ফুল পান। এতে নারীটি অনেক অবাক হন, তিনি ভাবেন, 'এ বিদেশি তাকে অন্য কোনো ফুল দিতে পারতেন, বেছে বেছে কেনো চন্দ্রমল্লিকা দিলেন?' ওই নারীর অবাক হবার যথেষ্ট কারণ আছে। কারণ, দেশ-বিদেশের সংস্কৃতিতে চন্দ্রমল্লিকার বিভিন্ন অর্থ রয়েছে।

চন্দ্রমল্লিকা ফুল চীনের ঐতিহ্যবাহী বিখ্যাত ফুল। চীনে তার তিন হাজারেরও বেশি বছরের ইতিহাস রয়েছে। চন্দ্রমল্লিকার ধরন অনেক বেশি, ভঙ্গীও ভিন্ন ভিন্ন, লোকজনের কাছে তার অনেক মূল্য রয়েছে। ফুলটিকে বাসা-বাড়ি সাজানোর জন্য ব্যবহৃত হয় এবং তা পরিবেশকে অনেক সুন্দর করে। চন্দ্রমল্লিকা ফুল চীনের ঐতিহ্যবাহী চিকিত্সায় ব্যবহৃত ওষুধের মধ্যে অন্যতম। তার লিভার পরিষ্কার ও চোখের জ্যোতি বাড়ানোর মত ক্ষমতা রয়েছে। তাই চা হিসেবে চন্দ্রমল্লিকা ফুল খাওয়া ও ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। প্রাচীনকাল থেকেই চীনে চন্দ্রমল্লিকার মদ এবং চন্দ্রমল্লিকা চা খাওয়ার রীতি রয়েছে।

চন্দ্রমল্লিকা ফুল শরত্কালের শেষ দিকের ঠাণ্ডা আবহাওয়ায় ফোটে। তাই একে ঠাণ্ডাকে ভয় না পাওয়া এবং মার্জিত রুচির প্রতীক হিসেবে মনে করা হয়। চীনের পণ্ডিত এবং চিত্রশিল্পী সবসময় কবিতা ও ছবির মাধ্যমে চন্দ্রমল্লিকা ফুলের প্রশংসা করেন। চীনারাও বাসায় বা বাড়ির খোলা জায়গায় চন্দ্রমল্লিকা ফুল চাষ করতে পছন্দ করে। তবে বর্তমানে লোকজন বাসায় চন্দ্রমল্লিকা ফুল সাজালেও কাউকে সাধারণত চন্দ্রমল্লিকা ফুল দেয় না। কারণ সাধারণত চন্দ্রমল্লিকা ফুলের রং হলুদ ও সাদা। যা চীনের শেষকৃত্যানুষ্ঠানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে ইংরেজিভাষী মানুষের দেশে উত্সবের সময় পুরুষরা পরিচিত নারীকে চন্দ্রমল্লিকা বা গোলাপ ফুল দিতে পছন্দ করেন, যাতে সম্পর্ককে ঘনিষ্ঠ হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040