পুবের জানালা: জাতীয় দিবসের ছুটিতে কোথায় যায় চীনারা?
  2016-10-05 15:17:51  cri

পয়লা অক্টোবর থেকে চীনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ছুটি। বছরে দু'বারই কেবল চীনারা সপ্তাহব্যাপী সরকারি ছুটি ভোগ করে। একটা জাতীয দিবস উপলক্ষ্যে, এবং অন্যটা বসন্ত উৎসব উপলক্ষ্যে। প্রশ্ন হচ্ছে: চীনারা এই লম্বা ছুটি কীভাবে কাটায়? কোথায় যায়?

ইন্টারেট+পর্যটন এবং ভাগাভাগি অর্থনীতি জনপ্রিয় হয়ে উঠার সাথা সাথে, ২০১৬ সালের প্রথম ৯ মাসে চীনে ব্যক্তিগত ভ্রমণ অনেক বেড়ে যায়। জাতীয় দিবসের ছুটিতে এটা আরও বাড়বে, এটাই প্রত্যাশিত।

চীনের একটি ভ্রমণ ওয়েবসাইট বলছে, তাদের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণের রিজার্ভেশন লক্ষ্যনীয়ভাবে বেড়েছে, যা নিকট অতীতের ৩ গুণ। পর্যটকদের গড় বয়সও আগের চেয়ে কমেছে। পর্যটকদের মধ্যে ১৯৮০-১৯৯০ সালে জন্মগ্রহণকারী‌ ৫৭ শতাংশ। অন্য একটি ভ্রমণ ওয়েবসাইটও একই ধরনের তথ্য দিয়েছে। তাদের ক্লায়েন্টদের অর্ধেকের বয়স ২৬ থেকে ৩৫ বছর।

আগে, পর্যটকদের অধিকাংশ ছিল ৬০ ও ৭০ দশকে জন্মগ্রহণকারী। এখন ৮০ দশকে জন্মগ্রহণকারীই বেশি। কারণ, এদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, পরিবারে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এসেছে।

অন্যদিকে, গ্রুপ ভ্রমণের চেয়ে ব্যক্তিগত ভ্রমণের সংখ্যা বেশি। ২০১৬ সালের প্রথম ৬ মাসে নিজ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণকারী চীনাদের ৯০ শতাংশই ব্যক্তিগতভাবে ভ্রমণ করেছেন। আর ব্যক্তিগতভাবে বিদেশে গেছেন ৭০ শতাংশ চীনা পর্যটক।

গ্রুপ ভ্রমণে খরচ কম এবং নিজ থেকে কোনো পরিকল্পনাও করতে হয় না। তারপরও গ্রুপ ভ্রমণের চেয়ে ব্যক্তিগত ভ্রমণকেই অধিকসংখ্যক চীনা পছন্দ করছে। কারণ, তারা মনে করেন, নিজে নিজে ভ্রমণের আনন্দ বেশি। আধুনিক চীনারা তাই নিজে ভ্রমণপরিকল্পনা তৈরি করতে পছন্দ করে।

চীনে একটি গান জনপ্রিয়। গানের শিরোনাম 'ভ্রমণের অর্থ'। হাজার মানুষ হয়ত হাজারভাবে ভ্রমণের অর্থ বলতে পারে। কারণ, ভ্রমণ ব্যক্তিগত একটি অভিজ্ঞতা।

একটি পরিসংখ্যানে বলা হয়েছে, ৭২ শতাংশ পর্যটকের কাছে অজানা অভিজ্ঞতা অর্জনই ভ্রমণ। বাকি ৩০ শতাংশ মানুষ চাপ উপশম এবং নিজেকে প্রমাণের জন্য ভ্রমণ করেন।

আচ্ছা, এখন আমরা দেখি চীনা মানুষ জাতীয় দিবসে কোথায় ভ্রমণ করতে পছন্দ করে। গেল মধ্যশরত উৎসবের ছুটিতে চীনারা নিজ দেশের যে দশটি স্থানে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন, সেগুলো হচ্ছে: লি চিয়াং, সান ইয়া, তালি, কুন মিং, তি ছিং, আ পা, চেং তু, সিয়া মেন, বেইজিং, কুই লিন। আমরা দেখেছি, ইউয়ন নান প্রদেশ ও হাই নান প্রদেশ এক্ষেত্রে সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করেছে।

থাইল্যান্ড চীনাদের কাছে জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। তারপর আসে দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপূর, ফিলিপিন্স, ভিয়েতনাম ও কম্বোডিয়ার নাম। দক্ষিণ-পূর্ব এশিয়া ভ্রমণ করতে চীনারা পছন্দ করে, কারণ এ জায়গাগুলো কাছাকাছি এবং এসব অঞ্চলের পর্যটনশিল্প উন্নত।

তা ছাড়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স ও রাশিয়াও চীনা পর্যটকদের টানে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন চীনা নাগরিকদের ১০ বছর মেয়াদি ভিসা দেয় বলে, যুক্তরাষ্ট্রে চীনাদের যাওয়া বেড়েছে।

অন্য এক পরিসংখ্যান অনুযায়ী, জাতীয দিবসের ছুটিতে চীনারা বেইজিংয়ের রাজপ্রাসাদ, হাং চৌর সিহু হ্রদ, সাংহাই ডিজনি ল্যান্ড ইত্যাদি ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আর জি-২০ শীর্ষ সম্মেলনের পর চীনাদের মধ্যে হাং চৌয়ের ব্যাপারে আগ্রহ বেড়েছে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040