সিন চিয়াংয়ে চীন-এশিয়া ও ইউরোপের পঞ্চম মেলা শেষ
  2016-09-26 11:26:29  cri
সেপ্টেম্বর ২৬: চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উলুমুছি শহরে অনুষ্ঠিত চীন এবং এশিয়া ও ইউরোপের পঞ্চম মেলা গতকাল (রোববার) শেষ হয়েছে।

মেলা চলাকালে মন্ত্রী পর্যায়ের ফোরামসহ মোট ১৫টি কার্যক্রম আয়োজিত হয়। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ধারাবাহিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, খনিজ পদার্থ, জ্বালানি, শিল্প ও অর্থসহ বিভিন্ন বিষয় ঘিরে ১৮০০ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।

মেলা চলাকালে পাকিস্তানের হাবিব ব্যাংকের উলুমুছি শাখা ব্যাংক আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ফলে ব্যাংকটি সিন চিয়াংয়ে রেশমপথের পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিষ্ঠিত প্রথম বিদেশি পুঁজির ব্যাংক বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের মেলার প্রদর্শনের আয়তন, প্রদর্শনের বিষয় এবং অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ মানে পৌঁছায়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040