রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব দেবে সরকার: প্রতিমন্ত্রী
  2016-09-25 18:53:08  cri
 রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাবের বিষয়ে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর উদ্বেগের জবাব দিচ্ছে সরকার। এ বিষয়ে আগামী সপ্তাহেই চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের ক্ষতির অনেক কারণ থাকলেও উদ্দেশ্যমূলকভাবে শুধু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে। মন্ত্রী আবারো বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। কারণ সরকার সুন্দরবনের সংরক্ষণে সবসময় সচেতন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040