অবৈধ অভিবাসীবাহী জাহাজডুবির ঘটনার জন্য দায়ীদের শাস্তি দিতে মিসর প্রেসিডেন্টের নির্দেশ
  2016-09-25 16:30:23  cri
সেপ্টেম্বর ২৫: অবৈধ অভিবাসীবাহী জাহাজডুবিতে অন্তত ১৬০ জনের নিহতের ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ আল-সিসি। গতকাল (শনিবার) দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকশেষে তিনি এ নির্দেশ দেন।

মিসর থেকে অবৈধ অভিবাসীদের বিদেশগমন ঠেকানোর জন্য আগের সরকারের আমলে উত্থাপিত একটি বিল দ্রুত পর্যালোচনার পর গ্রহণের জন্যও নির্দেশ দেন প্রেসিডেন্ট সিসি। আদমপাচার রোধে সংশ্লিষ্ট বাহিনীকে আরও সজাগ হতেও তিনি নির্দেশ দিয়েছেন বলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক এক পরিসংখ্যান অনুসারে, মিসর থেকে ভূমধ্যসাগর দিয়ে ইতালিগামী অবৈধ অভিবাসীর সংখ্যা গত এক বছরে ব্যাপক হারে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ রুটে ইতালি গেছেন প্রায় ১২ হাজার। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040