খাইবার-পাখতুনখাওয়ায় রুশ-পাকিস্তান যৌথ সামরিক মহড়া
  2016-09-24 17:01:19  cri
সেপ্টেম্বর ২৪: আজ (শনিবার) উত্তর খাইবার-পাখতুনখাওয়ায় পাকিস্তান ও রাশিয়ার মধ্যে "মৈত্রী ২০১৬" শীর্ষক যৌথ সামরিক মহড়া শুরু হয়। দু'পক্ষের প্রায় ২শ' সৈন্য মহড়ায় অংশ নিচ্ছে। পাকিস্তানে এটিই দু'দেশের মধ্যে এ ধরনের প্রথম যৌথ সামরিক মহড়া।

পাক সামরিক বাহিনীর মুখপাত্র আসিম বাজওয়া গণমাধ্যমকে জানান, খাইবার পাখতুনখাওয়ার জেরার্ডে একটি বিশেষ সামরিক প্রশিক্ষণকেন্দ্রে মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। গতকাল (শুক্রবার) রাশিয়ার পাহাড়ি এলাকার পদাতিক ইউনিটের ৭০ জনের বেশি সৈন্য মহড়ায় অংশ নিতে পাকিস্তান পৌঁছায়।

পাক মুখপাত্র বলেন, যৌথ মহড়া দু'দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নত করবে। দু'দেশের বাহিনীর দক্ষতা বৃদ্ধিতেও এ মহড়া ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দু'পক্ষের যৌথ মহড়ার লক্ষ্য হলো রাশিয়া ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার ও উন্নত করা। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040