কানাডায় চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ট্রিলের মেয়রের সাক্ষাত
  2016-09-24 16:36:37  cri
সেপ্টেম্বর ২৪: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং কানাডার স্থানীয় সময় গতকাল (শুক্রবার) বিকেলে মন্ট্রিল শহরের মেয়র ডেনিস কোডেরের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, মন্ট্রিল কানাডার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্রগুলোর অন্যতম। চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের এবং চীনা জনগণের কাছে একটি আকর্ষণীয় পর্যটন স্থানও মন্ট্রিল।

প্রধামন্ত্রী লি আশা করেন, মন্ট্রিল নিজস্ব সুবিধা কাজে লাগিয়ে চীনের বিভিন্ন শহরের সাথে পুঁজি বিনিয়োগ, বিমান চলাচল ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও আদান-প্রদান আরও বাড়াবে। এতে দু'দেশের জনগণই উপকৃত হবে বলেও লি খ্য ছিয়াং মন্তব্য করেন।

জবাবে মেয়র ডেনিস কোডেরে বলেন, মন্ট্রিলের সাথে শাংহাইয়ের যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্ক ভাল। মন্ট্রিল অন্যান্য চীনা শহরের সাথেও প্রশাসন, পরিবেশ সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040