ফ্রান্সের কাছ থেকে ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত; চুক্তি স্বাক্ষর
  2016-09-24 15:23:21  cri
সেপ্টেম্বর ২৪: ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত। গতকাল (শুক্রবার) নয়াদিল্লিতে দু'দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর এবং ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জাঁ-আইভি লা ড্রাইয়া চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের জানানো হয়, রাফাল যুদ্ধবিমানগুলো উন্নততর ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকবে। এতে, ভারতীয় সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে বাড়বে।

উল্লেখ্য, রাফাল যুদ্ধবিমানের প্রথম চালানটি ভারতে পৌঁছাবে ২০১৯ সালে। ৬ বছরের মধ্যে সবগুলো বিমান হস্তান্তর করা হবে। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040