বাংলাদেশের ছাত্র প্রতিনিধি দলের সিআরআই পরিদর্শন
  2016-09-23 20:05:10  cri

সেপ্টেম্বর ২৩ : বাংলাদেশের ৫৮ সদস্যের একটি ছাত্র প্রতিনিধি দল আজ (শুক্রবার) সকালে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) পরিদর্শন করেন।

এ উপলক্ষ্যে সিআরআই সম্মেলন কক্ষে একটি সংক্ষিপ্ত প্রীতি সম্মিলনির আয়োজন করা হয়। সভায় প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া সম্প্রচার কেন্দ্রের পরিচালক লো হোং বিং স্বাগত ভাষণ দেয়। এ সময় তিনি সিআরআইয়ের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী। অনুষ্ঠানে বাংলা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বাংলা বিভাগের কর্মীরা প্রতিনিধি দলকে নিয়ে প্রতিষ্ঠানের ইংরেজী বিভাগ, সিআরআই অনলাইন, চলচ্চিত্র ফিল্ম ডাবিং কেন্দ্র, সিআরআই নিউজ রেডিও, নিয়ন্ত্রণ কেন্দ্রসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। ছাত্র-ছাত্রীরা সিআরআইয়ের উন্নয়নের ইতিহাস এবং বিভিন্ন বিভাগের কাজের অবস্থা জেনে নেন।

সিআরআই পরিদর্শন শেষে ছাত্র-ছাত্রীরা বলেন, এবারের সফর খুবই স্মরণীয় হয়ে থাকবে। এখানে এসে জ্ঞান অর্জনের পাশাপাশি আরো অনেক বন্ধুদের সঙ্গে পরিচিত হতে পেরে আমরা ধন্য।

উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র প্রতিনিধি দলটি ২১ সেপ্টেম্বর বেইজিংয়ে পৌঁছান। চীনে তারা দশ দিন অবস্থান করবেন। বেইজিংয়ে তারা ইতিমধ্যে ফরবিডেন সিটি ও মহাপ্রাচীর পরিদর্শন করেছেন। পিকিং অপেরা এবং চীনা কুম্পু প্রদর্শনী দেখেছেন। এছাড়াও চীনের মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেছেন।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উদ্যোগে বেইজিং আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কেন্দ্র এবং বাংলাদেশ-চীন ভবিষ্যত তহবিল এবারের সফর আয়োজন করে। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040