পাকিস্তানের প্রায় ১০০ কারখানা বন্ধ : ৫ লাখ কর্মী বেকার
  2016-09-23 19:48:57  cri

সেপ্টেম্বর ২৩ : বিগত দু'বছর পাকিস্তানের রফতানি বিভাগের প্রায় ১০০টি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কমপক্ষে ৫ লাখ কর্মী বেকার হয়ে গেছে।

পাকিস্তান থেকে প্রকাশিত 'বিজনিস রেকর্ডার' পত্রিকায় গতকাল (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের চাহিদা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে রফতানির প্রতিযোগিতা আরো তুমুল হয়েছে। দেশটিতে জ্বালানি ঘাটতি সংকট ও বিদ্যুত ক্ষেত্রে সরবরাহ অস্থিতিশীল হওয়ার কারণে রফতানিকারক শিল্পপ্রতিষ্ঠানগুলো যথাসময় অর্ডার সরবরাহ করতে পারে না। এ কারণে অনেক অর্ডার বাংলাদেশ ও ভিয়েতনামে স্থানান্তরিত হয়েছে।

তাছাড়া, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বিদেশী ক্রেতা ও ব্যবসায়ীরা দেশটিতে গিয়ে বাণিজ্যিক পরিদর্শন ও আলোচনা করতে চান না।

অন্যদিকে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ডিজেল বিদ্যুত্ সরবরাহ সরঞ্জাম স্থাপন করতে সক্ষম। ফলে এসব প্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব অপেক্ষাকৃত কম। কিন্তু মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজস্ব বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থার ব্যয় বহন করতে পারে না।

এ প্রসঙ্গে পাকিস্তান সরকার এখনো কোনো ফলপ্রসূ কৌশলগত নীতি প্রণয়ন করতে পারেনি। যদি পাকিস্তানে এভাবে রফতানি কমে যাওয়ার প্রবণতা চলতে থাকে তাহলে চলতি হিসেবের ভারসাম্য ক্রমশ হ্রাস পাবে। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040