আফগানিস্তানে সরকার ও ইসলামী পার্টির মধ্যে খসড়া শান্তি চুক্তি স্বাক্ষর
  2016-09-23 19:39:18  cri

সেপ্টেম্বর ২৩ : দীর্ঘ এক বছর কঠোর আলোচনার পর আফগানিস্তানের ঊর্ধ্বতন শান্তি কমিটি ও সরকারবিরোধী সশস্ত্র ইসলামি পার্টি খসড়া শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী কাবুলে এ চুক্তি স্বাক্ষর হয়। এ উদ্যোগ দেশটির শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আফগান উচ্চ শান্তি পরিষদের চেয়ারম্যান আহমেদ গিলানি ও ইসলামি পার্টির প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আমিন করিম নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

২০০১ সালে তালিবান সরকারকে উত্খাত করার পর আফগানিস্তানের নতুন সরকার ও স্থানীয় সশস্ত্র সংস্থার সঙ্গে স্বাক্ষরিত প্রথম খসড়া শান্তি চুক্তি এটি। দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং ইসলামী পার্টির নেতা গুলবুদ্দিন হেকমাতিয়া চূড়ান্ত স্বাক্ষর করার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বলবত্ হবে।

এ চুক্তি স্বাক্ষরের পর আফগান প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ হানিফ আতমার বলেন, এ খসড়া চুক্তি আফগানিস্তানের সংবিধানের মর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চুক্তির বিষয়বস্তু অনুযায়ী ভবিষ্যতে ইসলামী পার্টি আফগানিস্তানের পুনর্গঠনের কাজসহ দেশের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।

এদিকে জাতিসংঘের আফগানিস্তান সহায়তা দল গতকাল প্রকাশিত এক বিবৃতিতে এ চুক্তি স্বাক্ষর হওয়ায় স্বাগত জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ খসড়া থেকে বোঝা যাচ্ছে, আফগান সরকার বিভিন্ন সশস্ত্র সংস্থার সঙ্গে পুনর্মিলনের প্রস্তুতি নিয়েছে। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040