নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ মেরামতে সাহায্য করবে চীন
  2016-09-23 16:20:25  cri
সেপ্টেম্বর ২৩: চীনের পুরাকীর্তি ব্যুরোর মহাপরিচালক লিউ ইয়ু চু বলেছেন, নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ মেরামত করতে সাহায্য করবে বেইজিং। মেরামত প্রকল্প আগামী ডিসেম্বর মাসে শুরু হবে।

গত বছর নেপালে রিখটার স্কেল ৮.১ মাত্রার ভূমিকম্পের পরপরই চীন সরকার দেশটিতে ত্রাণকাজে কর্মদল পাঠায় এবং ভূমিকম্পের পর পুনরায় নির্মাণের চাহিদা অনুযায়ী সাংস্কৃতিক ধ্বংসাবশেষ মেরামতের জন্য সমর্থন করার সিদ্ধান্ত নেয়। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040