অটোয়ায় লি খ্য ছিয়াং ও কানাডার প্রধানমন্ত্রীর বৈঠক
  2016-09-23 15:34:16  cri

সেপ্টেম্বর ২৩ : চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৈঠক করেছেন। গতকাল (বৃহস্পতিবার) দেশটির বৃহত শহর অটোয়ায় এ বৈঠক হয়।

এ সফরে চীন ও কানাডার প্রধানমন্ত্রীর বার্ষিক সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে লি খ্য ছিয়াং বলেন, এ থেকে বোঝা যাচ্ছে, দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে এগুচ্ছে। চীন ও কানাডার সম্পর্ক উন্নয়ন কেবল দু'দেশের জনগণের মূল স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ তা নয়। তা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও সহায়ক।

তিনি জোর দিয়ে বলেন, চীন ও কানাডার আর্থিক কৌশলগত সংলাপ, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বার্ষিক সংলাপ এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা ও আইন ব্যবস্থাপনা সংলাপসহ বিভিন্ন ব্যবস্থাকে কাজে লাগানো হবে। দু'দেশ যোগাযোগ ও সমঝোতা জোরদার ও মতভেদ দূর করতে সম্মত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডা ও চীনের সম্পর্ক উন্নয়নের বিশাল শক্তি রয়েছে। এবারের প্রধানমন্ত্রীদের বৈঠকে ধারাবাহিক অগ্রগতি অর্জিত হয়েছে। কানাডা ও চীনের উচিত পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও বিনিময় জোরদার করা। এ উদ্যোগ দু'দেশের জনগণসহ বিশ্বের সুষ্ঠু উন্নয়নে কল্যাণ বয়ে আনবে হবে বলে জানান তিনি। (ওয়াং হাইমান/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040