চীন ও কানাডার প্রধানমন্ত্রীর বৈঠক
  2016-09-23 15:29:34  cri
কানাডা সফররত চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যৌথ উদ্যোগে দু'দেশের সংলাপ ব্যবস্থাপনা উন্মোচন এবং দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়েছে।

দু'দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ত্রিপক্ষীয় বাজার সহযোগিতার যৌথ বিবৃতিসহ ১৪টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাতে বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, অর্থ, পর্যটন, শিক্ষা ও আইন সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

গত বুধবার থেকে কানাডায় আনুষ্ঠানিক সফর শুরু করেন লি খ্য ছিয়াং। এর আগে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ৩০ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করেন। দু'দেশের উচ্চপর্যায়ের পারস্পরিক সফর থেকে বোঝা যায়, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

গতকাল (বৃহস্পতিবার) যৌথ বৈঠকের পর সাংবাদিকদের সাথে সাক্ষাত্ করেন দুই প্রধানমন্ত্রী।

চীন ও কানাডার মধ্যে ব্যাপক স্বার্থ ও সুষ্ঠু সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। দেশ দু'টির অভিন্ন স্বার্থ মতভেদের চেয়ে অনেক বেশি। দু'দেশের সহযোগিতা আরো সম্প্রসারিত ও মৈত্রী আরো গভীর হবে বলে বিশ্বাস করেন লি খ্য ছিয়াং।

তিনি চীন ও কানাডার প্রধানমন্ত্রীর বার্ষিক সংলাপ ব্যবস্থাপনা শুরু করার কথা ঘোষণা করেন।

দু'দেশের প্রধানমন্ত্রী মনে করেন, উচ্চপর্যায়ের সংলাপ ব্যবস্থাপনা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে এবারের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আখ্যায়িত করেন। এ সম্পর্কে ট্রুডো বলেন,

'কানাডা ও চীনের মধ্যে অবাধ বাণিজ্যিক চুক্তি স্থাপন করার বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে একমত হয়েছি। ২০২৫ সালের আগে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আমরা'।

তা ছাড়া, বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে আর্থ-বাণিজ্যিক কৌশলগত সংলাপ চালু করা এবং ২০২৫ সালে পারস্পরিক সফরকারী পর্যটকের সংখ্যা দ্বিগুণ হবে বলে নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অপরাধী গ্রেফতার কার্যক্রমে দু'দেশের সহযোগিতাও ব্যাপক মনোযোগ পেয়েছে বৈঠকে। এ সম্পর্কে লি খ্য ছিয়াং বলেন, চীন বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। চীন ও কানাডা এ বিষয়ে উন্মুক্ত মতামত পোষণ করে। তিনি বলেন,

'দু'দেশের বন্দি বিনিময় চুক্তি নিয়ে বহু বছর ধরে আলোচনা করেছি। যাতে দু'দেশের রাষ্ট্রীয় অবস্থা ও ইচ্ছা অনুসারে যৌথ আলোচনার ভিত্তিতে মতৈক্য পৌঁছানো যায়। এ বিষয়ে দু'দেশের অবস্থান উন্মুক্ত'।

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্বন্ধে ট্রুডো বলেন, কানাডা-চীন সম্পর্ক পারস্পরিক সম্মান, আন্তরিক খোলামেলা ও নিয়মিত মত বিনিময়ের ভিত্তিতে স্থাপন করা হয়েছে। এবারের বৈঠকে আন্তরিক আশাবাদ, যৌথ সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান এবং দু'দেশের স্থির ও স্থিতিশীল সম্পর্ক প্রতিফলিত হয়েছে, তা কানাডার সকল নাগরিকের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন,

'আমরা জানি কানাডা ও চীনের সম্পর্ক আরো গুরুত্বপূর্ণ হবে। এ সম্পর্কের উন্নয়ন আগামী কয়েক বছরে কানাডার নাগরিক ও তাদের পরিবারের জন্য আরো বেশি সুযোগ বয়ে আনবে বলে প্রত্যাশা করি আমরা'। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040