আজকের টপিক : জাতিসংঘে লি খ্য ছিয়াংয়ের ভাষণ
  2016-09-22 21:28:58  cri


গত ১৮ সেপ্টেম্বর (রোববার) বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নিউইয়র্ক সফরে যান। তিনি জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে অংশগ্রহণ করেন। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ অধিবেশনের সাধারণ বিতর্ক অনুষ্ঠানে 'হাতে হাত রেখে শান্তিপূর্ণ ও স্থিতিশীল টেকসই উন্নয়নের বিশ্ব প্রতিষ্ঠা করুন' শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এরপর প্রধানমন্ত্রী লি কানাডা ও কিউবা সফর করেন।

এ সফর চলতি মাসে প্রধানমন্ত্রী লি'র দ্বিতীয় বিদেশ সফর। তিনি এই প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত হলেন। অন্যদিকে গত ১৩ বছরে চীনের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম কানাডা সফর। এছাড়া প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং প্রথমবারের মত কিউবা সফর করবেন। তাই এবারের সফরের বিশেষ তাত্পর্য রয়েছে।

আজকের টপিকে প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তুলে ধরা হয়েছে এ সফরের নানা দিক। অনুষ্ঠানটি শুনুন, বন্ধুরা। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040