হ্যালো চায়না: ৪১. বিয়ের অনুষ্ঠান
  2016-09-23 17:10:50  cri

আপনি কি কখন চীনের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন? চীনের ঐতিহ্যিক বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আপনি কি জানেন? চীনের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান একটি জটিল প্রক্রিয়া। যেমন, পঞ্জিকা অনুযায়ী একটি ভালো দিন বাছাই করা এবং এ দিনের সবচেয়ে ভালো সময়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা ইত্যাদি। বিয়ের অনুষ্ঠানের দিনে কনে বিয়ের ঐতিহ্যবাহী কাপড়-চোপড় পরে, মাথায় লাল ঘোমটা দেয়। তারপর লাল পালকিতে চড়ে বরের বাসায় পৌঁছায়। এরপর বরের সঙ্গে 'পাইথাং' করতে হয়। 'পাইথাং' হলো চীনের ঐতিহ্যিক বিয়ে অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যথাক্রমে আকাশ ও মাটি এবং পিতা ও মাতাকে শ্রদ্ধা জানানোর জন্য হাঁটু গেড়ে বসে সম্মান জানায়। সবশেষে বর ও কনে পরস্পরকে একইভাবে সম্মান জানায়। এর মাধ্যমে দু'জন আনুষ্ঠানিকভাবে দম্পতিতে পরিণত হন। এরপর কনেকে নতুন দম্পতির বাসর ঘরে পৌঁছানো হয়। বর বাইরে অতিথিদের অভ্যর্থনা জানায়। ভোজসভা শুরু হয়। মজার বিষয় হলো, পুরো বিয়ে অনুষ্ঠানে অতিথি ও বর, কনের চেহারা দেখতে পারে না। ভোজসভা শেষে বর নতুন দম্পতির বাসর ঘরে আসলে বর কনের মাথার লাল ঘোমটা তুলতে পারে এবং কনের চেহারা দেখতে পারে।

চীনের ঐতিহ্যিক বিয়ে অনুষ্ঠানের রীতি ও ছাই থৌ বা সৌভাগ্যের ওপর গুরুত্ব দেয়া হয়। যেমন, বর লাঠির মত কিছু একটা দিয়ে কনের ঘোমটা তুলে নেয়। তার অর্থ, 'এখন থেকে সব কিছুই যৌথ ইচ্ছায় চলবে।' বিয়ের বিছানায় লাল বড়ই, বাদাম, লঙ্গন ও পদ্মবীজ রাখা হয়। এ দিয়ে প্রত্যাশা করা হয়, 'চাও, শেং, কুই, জি', এ চারটি জিনিসের চীনা ভাষার প্রথম উচ্চারণ হলো, 'চাও, শেং, কুই, জি' যার অর্থ, খুব তাড়াতাড়ি ভালো সন্তানের জন্ম হবে। বর ও কনে একই সঙ্গে পরস্পরের হাত থেকে মদ পান করে, আর এর মধ্য দিয়ে দাম্পত্য জীবনের চিরস্থায়ী সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। ঐতিহ্যগত বিয়ের অনুষ্ঠানে তরুণ তরুণীরা নতুন দম্পতির বাসর ঘরে মজা করে; চীনা ভাষায় যাকে বলা হয় 'নাও দুং ফাং'। ভোজ শেষে অল্পবয়সী ছেলেমেয়ে বর ও কনের বাসর ঘরে এসে তাদের প্রেমের গল্প বলা অথবা মজার মজার খেলার প্রস্তাব দেয়। 'নাও দুং ফাং' বিয়ের অনুষ্ঠানকে আরো আনন্দময়, আরো সরগরম, আরো উপভোগ্য করে তোলে।

ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের পরিবর্তে বর্তমানে চীনের আধুনিক বিয়ের অনুষ্ঠান পশ্চিমা ধাঁচের হওয়ায় বেশ সহজ হয়ে উঠেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040