আজকের টপিক: পঞ্চম চীন-ইউরেশিয়া মেলা
  2016-09-21 21:33:58  cri


পঞ্চম চীন-ইউরেশিয়া মেলা গতকাল (মঙ্গলবার) সিনচিয়াংয়ের উরুমুচিতে শুরু হয়। মোট ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ৫৭টি দেশ ও অঞ্চল এবং ২১৯২টি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই মেলায় অংশ নিচ্ছেন।

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আর্কেন ইমিরবাকি, তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কোখির রাসুলজোদা, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিকসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদরা মেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং চীন-এশিয়া ইউরোপ অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা ফোরামে উপস্থিত ছিলেন।

চীন-ইউরেশিয়া অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা ফোরাম ছিল এবারের মেলার প্রধান অংশ। তা ছাড়া, মেলার আওতায় ১৫টি মন্ত্রী পর্যায়ের সভাও অনুষ্ঠিত হবে। প্রায় ২০০ দেশি-বিদেশি মন্ত্রী সভাগুলোতে অংশ নেবেন।

মেলায় ১৪টি প্রদর্শনী এলাকা আছে। ছয় দিনব্যাপী এ মেলা ২৫ সেপ্টেম্বর শেষ হবে।

এ মেলা নিয়ে আলোচনা করা হয়েছে আজকের টপিকে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040