চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের জন্মস্থানে 'ফুলের গাড়ির প্যারেড'
  2016-09-21 09:00:35  cri

চীনারা সম্ভবত নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সীমান্ত নগর জুনদার্ত সম্পর্কে একটু কমই জানেন। তবে এ শহরটিতেই জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ। তবে প্রথমে আমরা ভ্যান গগকে নিয়ে আলোচনা করবো না, প্রথমে আমরা জুনদার্ত শহর নিয়ে একটু আলোচনা করতে চাই।

জুনদার্ত শহরে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম রোববার 'ফুলের গাড়ির প্যারেড' অনুষ্ঠিত হয়। চলতি বছর ৪ সেপ্টেম্বর শহরটির নাগরিকরা বাইরে এসে অনুষ্ঠান উদযাপন করেন।

এদিন বেলা ১টা ৩০ মিনিটে প্রথম ফুলের গাড়ি প্রায় ৩০ মিনিট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কেন্দ্রীয় মহাচত্বরে পৌঁছায়। এর পর গাড়িগুলো মহাচত্বরের মঞ্চ অতিক্রম করে। এ সময় উপস্থাপক গাড়িগুলোর র‍্যাংকিং ঘোষণা করে। প্রথমস্থান অর্জনকারী গাড়িটি মঞ্চের সামনে দশ মিনিট অবস্থান করে। এ সময় দর্শকরা তুমুল করতালি দিতে থাকে।

জানা গেছে, চলতি বছরের 'ফুলের গাড়ি প্যারেড' অনুষ্ঠানে ২০টি গাড়ি অংশ নেয়। শহরটির ২০টি গ্রামের ফুলের গাড়িকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়।

অনেক গ্রামবাসী সারাদিন ধরে গাড়ি সাজানোর কাজ করেন। তাদের সাজানোর মান খুবই উচ্চ পর্যায়ের।

কোনো কোনো গাড়ির ফুলের মূর্তিনির্মাণ ২০ মিটারেরও বেশি উঁচু হয়। এক একটি গাড়িতে প্রায় ৫লাখ ফুল ব্যবহার করা হয়। গাড়িগুলোকে যে কেবল ফুল দিয়ে সাজানো হয়, তাই নয়, এক একটি গাড়ির নামও আছে। যেমন 'ঘুমন্ত সৌন্দর্য', 'ব্যাঙের রাজকুমার' ইত্যাদি।

বন্ধুরা, আমরা এবারের এ ফুলের গাড়ির প্যারেডের ১২টি ছবি প্রস্তুত করেছি। ছবিগুলো ওয়েবসাইটে প্রকাশিত হবে। আপনারা অবশ্যই ছবিগুলো উপভোগ করবেন।

আচ্ছা বন্ধুরা, মনে হয় ফুলের গাড়ির ছবি উপভোগ করার পর, অবশ্যই আপনারা ভ্যান গগের গল্প শুনতে আগ্রহী, তাই না? তাহলে এখন ভ্যান গগ ও তার চিত্রকর্ম সম্বন্ধে তথ্য শেয়ার করবো।

ভিনসেন্ট ভ্যান গগ একজন প্রধান পোস্ট-ইমপ্রেশনিজ্‌মবাদী ডাচ চিত্রশিল্পী। রুক্ষ সৌন্দর্যের এবং আবেগময় সততার প্রকাশ, সপ্রতিভ রং এর ব্যবহারের কারণে তার কাজ বিখ্যাত ছিলো যা বিংশ শতাব্দীর শিল্পকলায় সুদূরপ্রসারী প্রভাব রেখেছিলো। তিনি ছোট বয়স থেকেই আঁকাআঁকি শুরু করেন। কিন্তু মধ্য বিশের পরে তিনি চিত্রকর্ম আঁকা শুরু করেন। অসংখ্য বিখ্যাত চিত্রকর্ম তার জীবনের শেষ দুই বছরে আঁকা।

তরুণ বয়সে মনের গভীর দু:খের কারণে তিনি তার কান কেটে ফেলেন। দীর্ঘ বিষণ্ণতা ও মানসিক অসুস্থতার ফলে তিনি মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন।

কিন্তু তার চিত্রকর্ম নিয়ে আলোচনার আগে, তার ভালোবাসার জীবন সম্বন্ধে বন্ধুদের কিছু গল্প শেয়ার করবো।

ভ্যান গগের জীবনে তিনজন নারী ছিলো খুবই গুরুত্বপূর্ণ। ১৬ বছর বয়সে ভ্যান গগ লন্ডনের একটি চিত্রশালায় কাজ করতেন। লন্ডনে বাড়িওয়ালার মেয়ের সঙ্গে প্রেমের সঙ্গে জড়িয়ে পড়েন।

প্রথম ভালোবাসায় ব্যর্থ হবার পর অনেক দু:খ, যন্ত্রণা নিয়ে তিনি লন্ডন ত্যাগ করে জন্মস্থানে ফিরে আসেন। সেখানে তিনি তার কাজিনকে ভালবাসতে শুরু করেন, কিন্তু তাদের এ ভালোবাসা জটিল আকার ধারণ করে।

প্রথম দুই ভালবাসায় ব্যর্থ হওয়ার পর ভ্যান গগ অধিকাংশ সময় আঁকাআঁকিতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কয়েক বছর পর তিনি এক নারীর প্রেমে পড়েন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040