অমিতাভ ঘোষের সাক্ষাত্কার
  2016-09-18 13:21:33  cri

ভারতের বর্তমান সুবিখ্যাত বাঙালি লেখক এবং সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ সম্প্রতি চীন সফর করেছেন। তিনি বর্তমান বিশ্বে ইংরেজি সাহিত্যে অবদানের জন্যই বেশি পরিচিত। তাঁর 'রিভার অফ স্মোক' উপন্যাসটির চীনা অনুবাদ সম্প্রতি চীনে প্রকাশিত হয়। ব্রিটিশ-চীনের আফিম যুদ্ধের পটভূমিতে রচিত তিনটি উপন্যাসের মধ্যে 'রিভার অফ স্মোক' হচ্ছে দ্বিতীয় উপন্যাস। প্রথমটা ছিলো 'সি অভ পপিজ' এবং তৃত্বীয় উপন্যাস 'ফ্লাড অফ ফাইয়ার' গত বছরে প্রকাশিত হয়। ১৯৯০ সালে রচিত 'দ্য শ্যাডো লাইন' উপন্যাসের জন্য অমিতাভ ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৯৫ সালে রচিত 'ক্যালকাটা ক্রোমোজোম'-এর জন্য পান আর্থার সি ক্লার্ক পুরস্কার। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন লেখক অমিতাভ ঘোষের দেওয়া এক সাক্ষাত্কার।

সংক্ষিপ্ত পরিচয়: অমিতাভ ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং দ্য ডুন স্কুল, সেন্ট স্টিভেনস কলেজ, দিল্লী এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি অক্সফোর্ড থেকে সামাজিক নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৯৯ সালে অমিতাভ সিটি ইউনিভার্সিটি অভ নিউ ইয়র্কের কুইন্স কলেজে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি ২০০৫ সাল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন খণ্ডকালীন অধ্যাপক।

১৯৯০ সালে রচিত 'দ্য শ্যাডো লাইন' উপন্যাসের জন্য অমিতাভ ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৯৫ সালে রচিত 'ক্যালকাটা ক্রোমোজোম'-এর জন্য পান আর্থার সি ক্লার্ক পুরস্কার। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ২০০৪ সালে প্রকাশিত 'দ্য হাংগ্রি টাইড' সুন্দরবনের পটভূমিকাতে লেখা।(স্বর্ণা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040