মানবাধিকার রক্ষা ও অগ্রসরে উন্নয়ন গুরুত্বপূর্ণ
  2016-09-17 18:59:38  cri

মা চাও শুয়ে

সেপ্টেম্বর ১৭ : জাতিসংঘের জেনেভা অফিসসহ সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও শুয়ে বলেছেন, মানবাধিকার রক্ষা ও অগ্রসর করতে উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। সংস্থার ৩৩তম অধিবেশনে ১৪০টি দেশের পক্ষে 'উন্নয়ন মানবাধিকার ত্বরান্বিত করে' শীর্ষক এ ভাষণ দেন মা চাও।

মা চাও শুয়ে বলেন, এশিয়া, আফ্রিকা ও লাটিন আমেরিকার দেশগুলো নিজেদের উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ দেশের মানবাধিকার পরিস্থিতি রক্ষা ও উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে লক্ষনীয় সাফল্য অর্জন করেছে তারা।

তিনি বলেন, জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কার্যতালিকায় প্রতিফলিত হয়েছে, টেকসই উন্নয়ন মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রসরতার ভূমিকা পালন করে। ন্যায়সংগত, সার্বিক ও টেকসই মানবাধিকার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সকল মানুষের এ উন্নয়নের সফলতা উপভোগের নিশ্চয়তা দেওয়া আন্তর্জাতিক সমাজের অভিন্ন কর্তব্য।

এ প্রসঙ্গে মা চাও শুয়ে সাতটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি মনে করেন, এ প্রস্তাবগুলো উন্নয়নশীল দেশগুলোর মানবাধিকার সম্পর্কৃত চিন্তাধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ব্যাপক উন্নয়নশীল দেশের মনের কথা প্রকাশিত হয়েছে এতে। উন্নয়নের জন্য আন্তর্জাতিক মানবাধিকার ব্রত ইতিবাচক নেতৃত্বের ভূমিকা পালন করবে। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040