ইয়াং চিয়ে ছি ও মহারাষ্ট্রের গভর্ণরের সাক্ষাত্
  2016-09-17 16:27:27  cri

ইয়াং চিয়ে ছি আর রাও

সেপ্টেম্বর ১৭ : চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি এবং ভারতের মহারাষ্ট্রের গভর্ণর রাও সাক্ষাত্ করেছেন। গতকাল (শুক্রবার) মুম্বাইয়ে এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়।

এ সময় ইয়াং চিয়ে ছি বলেন, বর্তমানে চীন ও ভারত আরো ঘনিষ্ঠ অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বিনিময় ও সহযোগিতা দিন দিন গভীর হয়েছে। মহারাষ্ট্রের সঙ্গে চীনের সহযোগিতা বৃদ্ধিতে বহু ক্ষেত্রে উচ্চ মানের ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, চীন প্রযুক্তি, তথ্য, শিল্প, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নানা ক্ষেত্রে এ রাজ্যকে গভীরভাবে সহযোগিতা করতে চায়। আমরা আশা করি, মহারাষ্ট্র অব্যাহতভাবে নিজেদের প্রাধান্য কাজে লাগিয়ে চীনা শিল্পপ্রতিষ্ঠানকে সুবিধাজনক পরিসেবা এবং সুষ্ঠু আইনগত নিশ্চয়তা দেবে। অনুকূল ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করা হবে। দু'দেশের বাস্তব সহযোগিতা সম্প্রসারণের জন্য দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করা হবে।

রাও বলেন, মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় বড় রাজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে সবচেয়ে প্রাণচঞ্চল অঞ্চলগুলোর অন্যতম। বর্তমানে ভারত ও চীনের সম্পর্ক বেশ ভালো। দু'দেশের স্থানীয় অঞ্চলগুলোর সহযোগিতাও নিয়মিতভাবে এগিয়ে যাচ্ছে। মহারাষ্ট্র চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক আদানপ্রদান এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে ইচ্ছুক। ভারত ও চীনের সম্পর্ক উন্নয়নে বিরাট অবদান রাখতে চায় আমাদের রাজ্য। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040