হ্যালো চায়না: ৩৯. সিংহনাচ
  2016-09-09 20:23:16  cri

আপনি কি কখনো চীনের সিংহনাচ পরিবেশনা দেখেছেন? অনেক বিদেশিরা এই পরিবেশনা দেখার পরঅভিভূত হয়ে যায়। কেন চীনারা সিংহের মতো একটি ভয়ঙ্কর প্রাণী নিয়ে নাচানাচি করে?

আসলে সিংহনাচ চীনের এক বিশেষ লোকশিল্প। চীনে সিংহকে সাহসী ও শুভ প্রাণী হিসেবে গণ্য করা হয়। অশুভ প্রভাব দূর করতে এবং সুখী ও শান্তিময় জীবনের জন্য লোকেরা বিভিন্ন উত্সবে সিংহনাচ পরিবেশন করে। বিশেষ করে লণ্ঠন উত্সবে এই সিংহনাচ বেশি দেখা যায়। চীনা সিংহনাচ আসলে মানুষের ভয় দূর করে এবং মনে সাহস দেয়। সিংহনাচের জন্য দু'জন নৃত্যশিল্পীর প্রয়োজন। সিংহের মতো যে পোশাক তৈরি করা হয় তার মাথার দিকে একজন ও অন্যজন থাকে লেজের দিকে। তারা পরস্পর সমন্বিতভাবে সিংহের বিভিন্ন অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলেন। তাই, সিংহনাচ শিল্পীদের কুংফু জানতে হয়। ঢাক-ঢোল আর করতালির শব্দের সঙ্গে এই পরিবেশনা সবার মনে আনন্দ দেয়।

সিংহনাচ হলো কুংফু, নাচানাচি ও ঢাক-ঢোলের শব্দের মধ্য দিয়ে বহুমুখী বিশেষ এক ধরনের লোকশিল্প। চীনের উত্তর ও দক্ষিণ দিকে দুই ধরনের সিংহনাচ দেখা যায়। তাদের পরিবেশনাও ভিন্ন ধরনের।

উত্তরাঞ্চলের সিংহনাচের সাজ-সজ্জা ও ভঙ্গি সিংহের সঙ্গে বেশ মিল রয়েছে। তবে যাই হোক না কেনো, এ দুই ধরনের নাচের মধ্য দিয়ে সিংহের সাহসী চরিত্র ফুটে ওঠে।

এছাড়া এখানে আরেকটি বিষয় হলো, সিংহনাচ পরিবেশনা শুরুর আগে সাধারণত একটি বিশেষ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। তা হলো 'সিংহের' চোখে লাল গন্ধকের গুড়া মাখানো। এটি সিংহকে প্রাণ দেয়ার প্রতীক হিসেবে করা হয়। সাধারণত অনুষ্ঠানেরগুরুত্বপূর্ণ একজন অতিথি এ কাজটি করেন।

সিংহনাচ শুধু চীনেই নয়, বরং বিশ্বের যেখানেই চীনারা আছেন, সেখানেই এ পরিবেশনা দেখা যায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040