শিশুকে বুকের দুধ পান করান, সুস্থ রাখুন
  2016-09-11 15:18:35  cri

শিশুকে বুকে দুধ পান করানোর বিষয়টি আমাদের কাছে অপরিচিত নয়। আজকাল অনেক তরুণী মা নিজের শিশুকে বুকের দুধ পান করানোর ব্যাপারে সচেতন নন। তারা হয়তো পেশার কারণে বা নিজের শারীরিক সচেতনতাসহ বিভিন্ন কারণে শিশুকে বুকে দুধ পান করাতে চান না। কিন্তু শিশুকে বুকের দুধ পান করানো অত্যন্ত জরুরী। শিশুর জন্য মায়ের দুধ একটি দারুণ পুষ্টিকর খাবার। নতুন জন্মগ্রহণ করা শিশুর জন্য মায়ের দুধ কত গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। আজকের 'জীবন-যেমন' অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা করবো।

চলতি বছর 'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের' প্রধান প্রতিপাদ্য 'মায়ের দুধ পান করা সমাজের অবিরাম উন্নয়নের চাবিকাঠি'। এতে নতুন জন্মগ্রহণ শিশুর সুস্থতা সুনিশ্চিত, গোটা জাতির শারীরিক গুণগত মান বাড়ানো এবং জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বুকের দুধ পান করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে।

এখন চীনে শিশুকে বুকের দুধ পান করানোর জন্য অফিস-আদালতে বিশেষ রুম রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করছে। চীনের স্বাস্থ্য বিভাগ এ কাজটি শহরের নির্মাণ কর্মকাণ্ডের অংশ হিসেবে রেখেছে। বহুপক্ষের যৌথ প্রচেষ্টার ফলে চীনে শিশুকে বুকের দুধ পান করানোর হার পর্যায়ক্রমে বাড়ছে। ২০০৮ সালের চতুর্থ জাতীয় স্বাস্থ্যসেবা বিষয়ক তদন্ত ফলাফল থেকে জানা গেছে, চীনে ৬ মাসের শিশুকে বুকের দুধ পান করানোর হার মাত্র ২৭.৬ শতাংশ। সম্প্রতি পঞ্চম জাতীয় স্বাস্থ্যসেবা বিষয়ক তদন্ত ফলাফল বলছে, এ সংখ্যা ইতোমধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৫ শতাংশে।

যদিও 'বুকের দুধ পান করা ভাল' এই ধারণা সবার জন্য গ্রহণযোগ্য, তবুও এ ব্যাপারে তরুণ মাকে কিছু বাধার সম্মুখীন হতে হয়। এর মধ্যে সর্বোচ্চ বাধা হচ্ছে অফিসের কাজের কারণে বুকে দুধ পান করাতে না পারা। একজন সরকারি পেশাজীবী চীনা মা সাধারণত সন্তান প্রসবের পর ৬ মাস ছুটি নিতে পারেন। আর এই ছুটি শেষে তাকে স্বাভাবিকভাবে অফিসে যেতে হয়। নিজের শিশুকে নিয়মিত বুকের দুধ পান করা নিশ্চিত করার জন্য অনেক মা অফিসের ফাঁকে আলাদা রুমে গিয়ে বুকের দুধ নেয়ার ব্যবস্থা করেন। অনেক সময় বুকে দুধ নিয়ে তা বরফের ব্যাগে সংরক্ষণ করেন। অফিস ডিউটি শেষে এ বরফের ব্যাগটি বাসায় নিয়ে সংরক্ষিত দুধ শিশুকে খাওয়ান। তবে এভাবে বুকের দুধ পান করালে এ দুধের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। পাশাপাশি এ প্রক্রিয়া একজন মায়ের জন্য বেশ কষ্টকর।

২০১৩ সালে চীনে জাতিসংঘ শিশু তহবিলের উদ্যোগে 'মায়ের ভালোবাসার জন্য ১০ বর্গমিটার' শীর্ষক প্রকল্প চালু করা হয়। এতে সমাজের বিভিন্ন মহলের প্রতি শিশুকে বুকের দুধ পান করানোর প্রস্তাব জানানো হয়। পাবলিক প্লেসে বুকের দুধ পান করানোর জন্য ঘর তৈরির আহ্বান জানানো হয়। তবে দুঃখজনক হলেও সত্যি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ কাজ করতে আগ্রহী নয়। বিভিন্ন জরিপ বলছে, চীনে এখনো ৭০ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান বা অফিসে বুকের দুধ পান করানোর জন্য আলাদা ঘর স্থাপন করা হয়নি।

'মায়ের ভালোবাসার জন্য ১০ বর্গমিটার' শ্লোগানের মাধ্যমে একটি ছোট্ট ঘর চাওয়া হয়েছে মাত্র। আমাদের মায়েদের চাহিদা তো শুধু এতটুকুই। তাও নিজ সন্তানের সুস্থ-সুন্দর জীবন ও ভবিষ্যতের কথা চিন্তা করেই একজন মায়ের দাবি তার সন্তানের মুখে খাদ্য তুলে দেয়ার জন্য তাকে যেন একটি ছোট্ট ঘর দেয়া হয় অফিসে। এ দাবি কি খুব বেশি! আমরা কি পারি না একটি সুন্দর-উজ্জ্বল ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের মায়ের এই দাবি পূরণ করতে। পারি; অবশ্যই পারি।

(ওয়াং হাইমান ঊর্মি/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040