আজকের টপিক : পান্ডা আর বিলুপ্তপ্রায় জন্তু নয়
  2016-09-08 19:27:44  cri


পান্ডা মানেই চীন। চীনের এ পান্ডা পৃথিবীতে অন্তত ৮০ লাখ বছর ধরে বেঁচে রয়েছে। পান্ডা 'জীবিত জীবাশ্ম' আর 'চীনের জাতীয় ধন' হিসেবে সুপরিচিত।

৪ সেপ্টেম্বর বিশ্ব প্রকৃতি তহবিল (ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড) ঘোষণা করেছে, পান্ডা আর বিলুপ্তপ্রায় জন্তু নয়। গত দশ বছরে সারা বিশ্বে পান্ডার সংখ্যা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বে ২০১৪টি পান্ডা আছে। ফলে পান্ডাকে 'বিলুপ্তপ্রায় জন্ত' থেকে 'অরক্ষিত প্রজাতি' হিসেবে চিহ্নত করা হয়েছে।

এ সংস্থার মুখ্য সংরক্ষণকারী জন রবিনসন বলেছেন, 'সংকটময় সময়ে চীন পান্ডা সংরক্ষণের জন্য অতুলনীয় কাজ করেছে।'

আজকের টপিকে আমরা এই লাবণ্যময় জন্তু পান্ডা নিয়ে আলাপ করবো। অনুষ্ঠানটি শুনুন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040