২৮তম ও ২৯তম আসিয়ান শীর্ষসম্মেলন
  2016-09-07 14:29:06  cri

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনচ্ছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান, এখন শুনুন আজকের টপিক। পরিবেশন করছি আমি জিনিয়া, এবং আমি এনামুল হক টুটুল।

বন্ধুরা, জি-২০ হাংচৌ শীর্ষসম্মেলন সবেমাত্র সমাপ্ত হয়েছে। ২৮তম ও ২৯তম আসিয়ান শীর্ষসম্মেলন গতকাল (মঙ্গলবার) লাওসে শুরু হয়েছে। আসিয়ানের অভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠা, আঞ্চলিক সহযোগিতা জোরদার করাসহ বিভিন্ন ক্ষেত্র এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন আসিয়ানের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র লাওসের নেতা।

গতকাল অনুষ্ঠিত ২৮তম শীর্ষসম্মেলনে প্রধানত আসিয়ানের অভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠা কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং আজ অনুষ্ঠিত ২৯তম শীর্ষসম্মেলনে প্রধানত আসিয়ান ও অন্য দেশ বা সংস্থার সম্পর্ক ও উন্নয়নের দিক নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই সম্মেলনকালে বিভিন্ন নেতারা আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে মত বিনিময় করবেন।

এবার আসিয়ান শীর্ষসম্মেলনকালে পূর্ব এশীয় সহযোগিতাবিষয়ক ধারাবাহিক শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। যেমন, ১৯তম চীন-আসিয়ান (১০+১), অর্থাত্ চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীর শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে, ১৯তম আসিয়ান ও চীন-জাপান-দক্ষিণ কোরিয়া (১০+৩) শীর্ষসম্মেলন এবং ১১তম পূর্ব এশীয় শীর্ষসম্মেলন (১০+৮) অনুষ্ঠিত হবে।

গতকাল চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বিশেষ বিমানে বেইজিং ত্যাগ করে লাওসে পৌঁছান।

আরেকটি বিষয় আমাদের আলোচনা করতে হবে, তা হলো ফিলিপিন্স আবার জানিয়েছে, আসিয়ান শীর্ষসম্মেলনে দক্ষিণ চীন সাগর বিষয়ে কিছু উল্লেখ করবেনা তারা।

এবার ফিলিপিন্সের ৩০জনের প্রতিনিধিদল লাওসে ধারাবাহিক শীর্ষসম্মেলনে অংশ নিচ্ছেন। ফিলিপিন্স হচ্ছে ২০১৭ সালের আসিয়ানের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র। জানা গেছে, এবার শীর্ষসম্মেলনে মাদক নিষিদ্ধকরণ ক্ষেত্রের সংস্কার এগিয়ে নিয়ে যাবে ফিলিপিন্সের প্রতিনিধিদল।

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা বা আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ অগাস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা, এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।

বন্ধুরা, 'আজকের টপিক' এখানেই শেষ। আশা করি বন্ধুরা আমাদের ওয়েবসাইটে এ সম্পর্কিত সুন্দর ছবি ও অডিও উপভোগ করবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন। (জিনিয়া ওয়াং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040