লি খ্য ছিয়াংয়ের চার দিনব্যাপী লাওস সফর শুরু
  2016-09-07 11:41:12  cri

সেপ্টেম্বর ৭: লাওসের প্রধানমন্ত্রী থোংলুন সিসৌলিথের আমন্ত্রণে চার দিনের সফরে লাওস গিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিশেষ বিমানে করে আসিয়ানের পালাক্রমিক সভাপতি দেশ লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের ওয়াত্তায় বিমানবন্দরে পৌঁছান তিনি। ১৯তম 'চীন-আসিয়ান (১০+১) নেতাদের' বৈঠক, 'চীন-আসিয়ান সংলাপ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি'র সম্মেলন, ১৯তম আসিয়ান, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া (১০+৩) নেতাদের সম্মেলন এবং ১১তম পূর্ব এশীয় শীর্ষসম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী লি।

বিমানবন্দরে লি খ্য ছিয়াং বলেন, চলতি বছর চীন ও আসিয়ানের সংলাপ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি। বর্তমানে দু'পক্ষের সম্পর্ক নতুন ঐতিহাসিক অবস্থানে রয়েছে। আসিয়ান দেশের নেতাদের সঙ্গে ইতিহাসকে স্মরণ করা, অভিজ্ঞতা বিনিময় করা, ভবিষ্যতকে সামনে রেখে যৌথভাবে চীন-আসিয়ান সহযোগিতার পরিকল্পনা করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধিতে অবদান রাখার কথা বলেন প্রধানমন্ত্রী লি।

তিনি আরও বলেন, চীন ও লাওসের পর্বত ও নদনদী কাছাকাছি, দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব দীর্ঘদিনের। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকীতে চীন লাওসের ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রচার, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা গভীরতর করা, সাংস্কৃতিক বিনিময় জোরদার করা এবং দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে নিতে আগ্রহী চীন।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040