শিক্ষাসম্পর্কিত খবর ও সিএএএস-এর পিএইচডি গবেষক আব্দুল আউয়াল খান মামুনের সাক্ষাত্কার
  2016-09-05 13:43:29  cri

 


আজকের অনুষ্ঠানে আমরা প্রথমে শিক্ষাসম্পর্কিত কয়েকটি খবর তুলে ধরবো এবং এরপর চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সাইন্স (সিএএএস)-র পিএইচডি গবেষক আব্দুল আউয়াল খান মামুনের সাক্ষাত্কার শোনাবো।

তাহলে শুরুতেই শোনা যাক শিক্ষাসম্পর্কিত খবর।

০১. চীনের কুইচৌ প্রদেশে নবম চীন-আসিয়ান শিক্ষা সপ্তাহ আয়োজিত

সম্প্রতি চীনের কুইচৌ প্রদেশের কুইইয়াং শহরে নবম চীন-আসিয়ান শিক্ষা সপ্তাহ ও দ্বিতীয় চীন-আসিয়ান শিক্ষামন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠক আয়োজিত হয়।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ অনুষ্ঠানে অভিনন্দনবার্তা পাঠান এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

অভিনন্দনবার্তায় লি খ্য ছিয়াং বলেন, চীন ও আসিয়ান ঘনিষ্ঠ অংশীদার ও ভালো প্রতিবেশী। দু'পক্ষের সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বছরের মধ্যে সার্বিক ও বহু স্তরের সহযোগিতা চালানো হয়েছে। শিক্ষাসহ দক্ষ জনশক্তি বিনিময় চীন-আসিয়ান সম্পর্কের নতুন স্তম্ভে পরিণত হচ্ছে এবং বিস্তার ও উজ্জ্বল ভবিষ্যত প্রতিফলিত হয়েছে। চীন আসিয়ানভুক্ত দেশের সঙ্গে পারস্পরিক বিনিময় ও অভিজ্ঞতা শেখার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আরো সমর্থন প্রদান করতে ইচ্ছুক, যাতে যৌথভাবে চীন-আসিয়ান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করা যায়।

চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং তার বক্তৃতায় বলেন, চলতি বছর চীন-আসিয়ান সম্পর্ক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী এবং চীন-আসিয়ান শিক্ষা বিনিময় বর্ষ। শিক্ষা খাতে দু'পক্ষের পারস্পরিক প্রাধান্য প্রয়োগ করে অভিন্ন স্বার্থ ও কল্যাণ বাস্তবায়ন করা সম্ভব। চীন-আসিয়ান দুই লাখ শিক্ষার্থী বিনিময় পরিকল্পনা ও চীন-আসিয়ান সামুদ্রিক রেশমপথ-বিষয়ক বৃত্তি স্থাপন করার ঘোষণা দেন তিনি।

সেই সঙ্গে সহযোগিতার মাধ্যমে দু'পক্ষের আদান-প্রদান জোরদার করা, শিক্ষা সপ্তাহের প্রভাব বাড়ানো, আদান-প্রদানের পদ্ধতি সম্প্রসারণ করা ও যুবকদের মত বিনিময় জোরদার করাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তাব দেন লিউ ইয়ান তুং।

উল্লেখ্য, আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান লাওসের প্রধানমন্ত্রী থোংলোন সিসোউলিথও এ অনুষ্ঠান উপলক্ষ্যে এক অভিনন্দনবার্তা পাঠান।

০২. চীনে দরিদ্রতার কারণে স্কুল ছেড়ে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা মোটামুটি সম্পন্ন

অগাস্ট মাসের শেষ দিকে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গত বছর দেশটিতে দরিদ্র শিক্ষার্থীদের দেওয়া অর্থ সহায়তার পরিমাণ ছিলো ১৫ হাজার কোটি রেনমিনপি। এর ফলে চীনে দরিদ্রতার কারণে স্কুল ছেড়ে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা মোটামুটি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চীনে দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রকল্প ২০০৭ সালে শুরু হয়। পরিসংখ্যান থেকে জানা যায়, গত বছর চীনে প্রাক-বিদ্যালয়, বাধ্যতামূলক শিক্ষা, পেশাগত প্রযুক্তিবিষয়ক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে সহায়তা দেওয়া দরিদ্র শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮.৪ কোটিরও বেশি। বছরটিতে অর্থ সহায়তার পরিমাণ ১৫ হাজার কোটি ইউয়ান ছাড়িয়ে যায়, যা ২০১৪ সালের চেয়ে ১০ শতাংশ বেশি।

চীনের শিক্ষার্থী সহায়তাবিষয়ক কেন্দ্রের উপ-পরিচালক মা চিয়ান বিন বলেন, বর্তমানে প্রাক-বিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যন্ত চীনে নানান পদ্ধতির অর্থ সহায়তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সরকারি বৃত্তি, সরকারি ঋণ, অর্থ সহায়তা, বিশেষ ভর্তুকি দেওয়া, খরচ কমানোসহ বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সরকার, স্কুল ও সমাজের যৌথ প্রয়াসে এমন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এতে দরিদ্রতার কারণে শিক্ষার্থীদের স্কুল ছেড়ে দেওয়া বন্ধ হয়েছে। বিশেষ করে উচ্চ শিক্ষা পর্যায়ে বহুমুখী সহায়তার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন,

'স্নাতক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি, সরকারি ঋণ, বিশেষ ভর্তুকি ও লেখাপড়ার খরচ কমানোসহ বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছে। এ ছাড়া, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি, সরকারি ঋণ ও বিশেষ ভর্তুকিসহ বহুমুখী অর্থ সহায়তাব্যবস্থা গড়ে তুলেছে চীন সরকার'।

জানা গেছে, গত বছর চীনের সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তার পরিমাণ ছিলো ৮৪৭০ কোটি ইউয়ান, যা ২০১৪ সালের চেয়ে ১৩০০ কোটিরও বেশি এবং প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।

চলতি বছর চীনের শিক্ষা মন্ত্রণালয় 'নির্দিষ্ট দরিদ্র সহায়তা নীতি' চালু করতে শুরু করে। এর মাধ্যমে নির্দিষ্ট শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তার মানদণ্ড ও অর্থ প্রদানের ব্যবস্থা নিয়ে বিস্তারিত পদক্ষেপ নিতে শুরু করে দেশটি। এ সম্পর্কে চীনের শিক্ষার্থী সহায়তাবিষয়ক কেন্দ্রের পরিচালক থিয়ান জু ইন বলেন,

'দরিদ্র পরিবারের শিক্ষার্থী নীতিমালা অনুসারে আমরা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বাছাই করি। শিক্ষার্থীদের পরিবারের আর্থিক অবস্থা অনুসারে অর্থ সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়। অর্থ বিতরণের ক্ষেত্রে সঠিক সময়ে প্রয়োজনীয় অর্থ প্রদানের ব্যবস্থা অনুসরণ করি, যাতে সুবিধাজনক ও নিরাপদ পদ্ধতিতে অর্থ দেওয়া যায়। এর সঙ্গে সঙ্গে শহর, জেলা ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মীদের প্রশিক্ষণও জোরদার করা হয়, যাতে নির্দিষ্ট দরিদ্র সহায়তা নীতি আরো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়'।

সেপ্টেম্বর মাসের শুরুতে চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সেমিস্টার শুরু হয়। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ভর্তি হবার সময় সবুজ চ্যানেলের মাধ্যমে নিবন্ধন করেন। ভর্তির পর পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে অর্থ সহায়তার পদ্ধতি নির্ধারণ করা হয়। তাদের থাকা, খাওয়া ও ভর্তির খরচে প্রধানত সরকারি ঋণ এবং পাশাপাশি বৃত্তি দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হয়।

০৩. বেইজিংয়ে চীনের ষষ্ঠ শিশু নাট্য উত্সব সমাপ্ত

চীনের ষষ্ঠ শিশু নাট্য উত্সব অগাস্ট মাসের শেষ দিকে বেইজিংয়ে সমাপ্ত হয়। এবারের উত্সবের প্রতিপাদ্য ছিলো 'শিশুদের মন উজ্জ্বল করে ভবিষ্যতে গড়ে তোলা এবং চীনা স্বপ্ন বাস্তবায়ন করা'।

বিশ্বের ৮টি দেশ ও অঞ্চলের ২৫টি শিশু নাট্যদলের মোট ৪৬টি নাটক উত্সবে প্রদর্শিত হয়। বেইজিং ছাড়া, চীনের চিনান, নিংপো ও ছেংতু শহরেও নাটকগুলো প্রদর্শিত হয়েছে।

কয়েকটি শহরে যৌথভাবে এ উত্সব আয়োজন করার ফলে সংশ্লিষ্ট শহরের বাচ্চারা চমত্কারভাবে গ্রীষ্মকালীন ছুটি পার করে।

উল্লেখ্য, এ পর্যন্ত চীনের শিশু নাট্য উত্সব একটানা ছয়বার আয়োজিত হয়েছে। বিশ্বের ১৮টি দেশ ও অঞ্চলের ১৫০টি নাটকের দল এতে অংশ নিয়েছে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা শিক্ষাসম্পর্কিত কয়েকটি খবর শুনলেন। এখন চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সাইন্স (সিএএএস)-র পিএইচডি গবেষক আব্দুল আউয়াল খান মামুনের সাক্ষাত্কার শুনবেন।

প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040