আমি প্রতিদিনই মাকে মিস করি :প্রিন্স উইলিয়াম
  2016-09-04 19:06:23  cri


ব্রিটেনের রাজসিংহাসনের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম বলেছেন, আমার মা বিশ বছর আগে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমি প্রতিদিনই আমার মাকে মিস করি। ১৯৯৭ সালের ৩১ আগষ্ট ফ্রান্সের প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। সম্প্রতি পূর্ব ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে এক অনুষ্ঠানে ১৪ বছর বয়সী এক ছেলেকে সান্ত্তনা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে ছেলেটির মা মারা যান।

৩৪ বছর বয়সী প্রিন্স উইলিয়াম বলেন, আমি জানি, তুমি কতটা কষ্ট পাচ্ছো। আমিও আমার মা কে ২০ বছর আগে হারিয়েছি। কিন্তু এখনো আমার মাকে আমার খুব মনে পড়ে। আর এটা সব পরিবারেই হয়, কারণ ভালবাসার মানুষটি যখন চলে যায় তখন কষ্টটা মানুষের রয়ে যায়।

তিনি বলেন, আমি জানি তোমার কেমন লাগে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা পারিবারিকভাবে এটা নিয়ে কথা বলবে। তোমার দুঃখিত হওয়াটাই স্বাভাবিক, মাকে মিস করাটাই স্বাভাবিক।

লেডি ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার (বিবাহ পরবর্তী নাম ডায়ানা ফ্রান্সেস মাউন্টব্যাটেন-উইন্ডসর) যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী এবং ১৯৮১ হতে ১৯৯৭ পর্যন্ত যুক্তরাজ্যের যুবরাজ্ঞী ছিলেন। তার পুত্র উইলিয়াম ও হ্যারি, ব্রিটিশ মসনদের উত্তরাধিকারীদের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। চার্লসের সাথে বাগদানের পর থেকে ১৯৯৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত ডায়ানাকে বলা হত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নারী।

ফ্যাশন, সৌন্দর্য, এইডস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তার অবদান, এবং ভূমি মাইনের বিরুদ্ধে তার আন্দোলন তাকে বিখ্যাত করেছে। জীবদ্দশায় ডায়ানাকে বলা হত বিশ্বের সর্বাধিক আলোকচিত্রিত নারী। ১৯৯৭ সালের ৩১ আগস্ট, ফ্রান্সের প্যারিস শহরে ডায়ানা ও তার তখনকার প্রেমিক দোদি ফায়েদ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

(মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040