সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ৮২ জন চিহ্নিত
  2016-08-31 19:11:16  cri

অগাস্ট ৩১: সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত ৮২ জনকে চিহ্নিত করা হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার পরীক্ষায় ১১১ জন ভাইরাসমুক্ত এবং ২৬ জন আক্রান্ত চিহ্নিত করা হয়। ওই ২৬ জনের মধ্যে চার জনের আরেক দফা পরীক্ষা করা হয়।

জিকা মশাবাহিত ভাইরাস। দেশটির ৩৯টি মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ২৩টি ছিল আবাসিক এলাকায় এবং অন্য ১৬টি ছিল প্রকাশ্য স্থানে।

উল্লেখ্য, দেশটিতে গত ১৩ মে প্রথম জিকা রোগী শনাক্ত করা হয়। গত রোববার ৪১ জনকে এবং সোমবার আরও ৫৬ জনকে চিহ্নিত করা হয়েছে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040