ইউরোপ-মার্কিন অবাধ বাণিজ্য চুক্তি আলোচনা চলতি বছর শেষ হবে না: ফরাসি প্রেসিডেন্ট
  2016-08-31 16:39:52  cri

অগাস্ট ৩১: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ গতকাল (মঙ্গলবার) বলেছেন, 'ট্রান্স-আটলান্টিক বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের চুক্তি' (টিটিআইপি)-র আলোচনার অগ্রগতি থেকে প্রমাণিত হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে না।

এ দিন ফ্রান্সে বিভিন্ন দেশের কূটনীতিবিদদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করার সময় ওলান্দ বলেন, তার দেশ সরাসরি বাস্তবতার সম্মুখীন হতে চায়, অন্য কে বিভ্রম করতে চায় না। অর্থাত্ টিটিআইপি চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারি ওবামার কার্যমেয়াদ শেষ হওয়ার আগে স্বাক্ষরিত হতে পারে।

তিনি বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অবাধ বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পড়েছে। দু'পক্ষের ভারসাম্যহীনতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইইউ'র অবস্থান সম্মান পায়নি। তিনি মনে করেন, সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরিষ্কারভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া। বিদ্যমান ভিত্তিতে অব্যাহতভাবে আলোচনা করা নয়। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040