চীনা দূতাবাসে হামলা নিয়ে কিরগিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র ফোনালাপ
  2016-08-31 16:37:01  cri
অগাস্ট ৩১: কিরগিজস্তানে চীনা দূতাবাসের কাছে সাম্প্রতিক বোমা হামলা নিয়ে গতকাল (মঙ্গলবার) ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী আরলান আবদিলদায়েভ।

ফোনালাপের সময় চীনা দূতাবাসের কাছে বোমা হামলার তীব্র নিন্দা জানান ওয়াং ই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তিও দাবি করেন।

জবাবে আবদিলদায়েভ বলেন, হামলার ঘটনায় কিরগিজ সরকারও প্রচণ্ড ক্ষুব্ধ। সরকারের পক্ষ থেকে ঘটনায় হতাহতদের জন্য গভীর সমবেদনাও প্রকাশ করা হয়েছে। তা ছাড়া, হামলার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কিরগিজ সরকার সম্ভাব্য সব উদ্যোগ নিয়েছে। তিনি তার দেশে চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

‌ উল্লেখ্য, মঙ্গলবার সকালে কিরগিস্তানের রাজধানী বিশকেকে চীনা দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী নিজে নিহত ও অন্য ৩ জন কিরগিজ নাগরিক আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সংস্থা বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।(নীলাম্বর/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040