জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিন-ওবামা বৈঠক করবেন : রাশিয়া
  2016-08-31 16:34:52  cri
অগাস্ট ৩১ : চীনের হাংচৌতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালীন বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রুশ প্রেসিডেন্টের সাংবাদিক সচিব ডিমিট্রি পেসকোভ গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানান।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শীর্ষ সম্মেলন চলাকালে পুতিন এবং ওবামা বৈঠক করবেন। তবে এ বৈঠক শুধুমাত্র এ দু'নেতার মধ্য হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন তারা নিজেরা।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডেস জানান, শীর্ষ সম্মেলন চলাকালে ওবামা ও পুতিনের অনানুষ্ঠানিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

এদিকে রাশিয়া টুডে ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, শীর্ষ সম্মেলন চলাকালে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জেন- ক্লাউড জাঙ্কার, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নেই প্রেসিডেন্ট পুতিনের।

উল্লেখ্য, জি-২০-র ১১তম শীর্ষ সম্মেলন ৪ ও ৫ সেপ্টেম্বর চীনের চ্য চিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। দু'দিনব্যাপী এ সম্মেলনে বিশ্ব অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশ্বের মূল অর্থনৈতিক সত্তাগুলোর নেতারা। (নীলাম্বর/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040