২৩তম পেইচিং আন্তর্জাতিক বইমেলায় 'বাংলা প্রকাশ'
  2016-09-03 17:09:12  cri

২৩তম পেইচিং আন্তর্জাতিক বইমেলা ২৪ থেকে ২৮ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এ বইমেলা চীনের জাতীয় বেতার টেলিভিশন তথ্য ও প্রকাশনা সদর দপ্তর, জাতীয় তথ্য কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়সহ ৯টি সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এবারের মেলায় ৭৮ হাজার ৬'শ বর্গমিটারের আয়তনে চীনের ৫০০টি প্রকাশনালয় অংশগ্রহণ করেছে। এছাড়াও বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলের দুই হাজারেরও বেশি সংস্থা মেলায় অংশগ্রহণ করে। এ বইমেলায় শুধু বই বিক্রি হয়েছে তা নয়, গ্রন্থস্বত্ব বিক্রি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীসহ নানা বিষয় আয়োজন করা হয়। এই মেলা বিশ্বের চতুর্থ বৃহত্তম বইমেলা।

এবারের বইমেলায় মধ্য ও পূর্ব ইউরোপের ১৬টি দেশ যৌথভাবে প্রধান অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করে। তাছাড়া বিশ্বের ৫০টি শ্রেষ্ঠ প্রকাশনা গ্রুপের ২৮টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করেছে। মেলায় শিশুদের বই বিশেষ স্থান পায়। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের স্টলগুলোতে শিশুদের জন্য যৌথ প্যাভেলিয়ন প্রতিষ্ঠা করা হয়।

বাংলাদেশের 'বাংলা প্রকাশ' নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান এবারের বইমেলায় অংশগ্রহণ করে। আজকের খোলামেলা অনুষ্ঠানে বাংলা প্রকাশের উর্ধ্বতন ব্যবস্থাপক হুমায়ূন কবীর ঢালী বেইজিং আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের অনুভূতি জানিয়েছেন। শুনুন আমাদের সহকর্মী আইরীন নিয়াজী মান্নার নেওয়া সাক্ষাত্কার।


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040