আজকের টপিক: জি-২০ হাংচৌ শীর্ষ সম্মেলনে কী কী গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা থাকতে পারে?
  2016-08-31 15:09:08  cri

সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি 'আজকের টপিক' অনুষ্ঠানে। নিয়মিত এ আয়োজনে আমরা বিশ্বের সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা-পর্যালোচনা করে থাকি। জি২০ একাদশ শীর্ষ সম্মেলন আগামী ৪ থেকে ৫ সেপ্টেম্বর চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে অর্থনৈতিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এ সুযোগ কাজে লাগিয়ে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলাপ আলোচনা করবেন। এবারের জি২০ শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিন ফিং ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ওবামার বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকের টপিক অনুষ্ঠানে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040