যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 'লজিস্টিক্স চুক্তি' স্বাক্ষর
  2016-08-30 16:07:59  cri
অগাস্ট ৩০: গতকাল (সোমবার) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 'লজিস্টিক্স চুক্তি' স্বাক্ষর করেছে। পাশাপাশি এ চুক্তি বাস্তবায়নে জন্য দু'দেশের সামরিক বাহিনী পরস্পরের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে আমেরিকা ও ভারত পরস্পরের নৌ, স্থল ও বিমান ঘাঁটিতে সাজ সরঞ্জাম ব্যবহার ও মেরামতসহ বিভিন্ন কাজ করতে পারবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার ও সফররত ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকার এদিন যৌথ প্রেস ব্রিফিংয়ে এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটা দু'বাহিনীর সামরিক মহড়াসহ বিভিন্ন কাজে আরও সহায়ক হবে।

তবে এতে মার্কিন সেনা ভারতে মোতায়েন হবে না বলে জোর দিয়ে উল্লেখ করেছে দুই পক্ষ।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040