ডোপিংয়ের ব্যাপারে 'জিরো টলারেন্স' দেখাতে হবে: চীনের ক্রীড়াকর্মকর্তা
  2016-08-30 15:22:33  cri

অগাস্ট ৩০: চীনের প্রতিবন্ধী ফেডারেশানের চেয়ারম্যান ও পঞ্চদশ প্রতিবন্ধী অলিম্পিকে চীনের প্রতিনিধিদলের নেতা চাং হাই তি বলেছেন, ক্রীড়াক্ষেত্রে ডোপিংয়ের ব্যাপারে 'জিরো টলারেন্স' দেখাতে হবে এবং খেলোয়াড়দের সত্যিকারের হিরো হবার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তিনি গতকাল (সোমবার) বিকেলে বেইজিংয়ের মহা গণভবনে আয়োজিত এক বিদায়-সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। 

ব্রাজিলের উদ্দেশে যাত্রার প্রাক্কালে চীনের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে চীনের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী লিও ইয়েন তোং এবং রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবন্ধীবিষয়ক কমিটির মহাপরিচালক ওয়াং ইয়োং উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পঞ্চদশ প্রতিবন্ধী অলিম্পিক গেমস ৭ থেকে ১৮ সেপ্টেম্বর ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত হবে। চীনের ৪৯৯ সদস্যের প্রতিনিধিদলে প্রতিবন্ধী খেলোয়াড়ের সংখ্যা ৩০৮ জন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040