বেইজিংয়ে নামিবিয়ার স্পিকারের সঙ্গে চাং দ্য চিয়াংয়ের বৈঠক
  2016-08-30 14:54:04  cri

অগাস্ট ৩০: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাং দ্য চিয়াং গতকাল (সোমবার) বেইজিংয়ের মহা গণভবনে নামিবিয়ার জাতীয় পরিষদের স্পিকার পিটার কাটজাভিভি'র সঙ্গে বৈঠক করেন। এসময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে চাং দ্য চিয়াং বলেন, নামিবিয়ার মুক্তিসংগ্রামে দু'দেশের জনগণ একসঙ্গে লড়াই করে পরস্পরকে গভীর মৈত্রীর বন্ধনে আবদ্ধ করেছে। এ বন্ধন দিন দিন আরও শক্তিশালী হবে।

এসময় তিনি গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরাম 'জোহানেসবার্গ শীর্ষসম্মেলন' চলাকালে দু'দেশের নেতাদের সফল বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই বৈঠকে গৃহীত যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে তার দেশ আন্তরিক। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনছে বলেও তিনি মত প্রকাশ করেন।

জবাবে নামিবিয়ার স্পিকার বলেন, আফ্রিকা-চীন সহযোগিতাব্যবস্থা কাজে লাগিয়ে তার দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। তিনি এসময় চীনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহও প্রকাশ করেন। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040