চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংশ্লিষ্ট দেশগুলোর ভাগ্য পরিবর্তন করবে: পাক প্রধানমন্ত্রী
  2016-08-30 14:19:51  cri

অগাস্ট ৩০: নির্মাণাধীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংশ্লিষ্ট দেশগুলোর ভাগ্য পরিবর্তনে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। গতকাল (সোমবার) ইসলাবাদের চীন-পাক মৈত্রীকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ।

তিনি আরও বলেন, করিডোরের কাঠামোতে জ্বালানিসম্পদ ও পরিবহনসহ বিভিন্ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প পাকিস্তানের জ্বালানি সংকট সমাধানে এবং যোগাযোগ-ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত সুন উয়েই তুং জানান, করিডোরের নির্মাণকাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। পারস্পরিক দৃঢ় রাজনৈতিক আস্থা ও গভীর মৈত্রী দু'দেশের সহযোগিতার সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040