আজকের টপিক: জি-২০ হাংচৌ শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কী কী?
  2016-08-30 13:39:26  cri

সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি 'আজকের টপিক' অনুষ্ঠানে। নিয়মিত এ আয়োজনে আমরা বিশ্বের সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা-পর্যালোচনা করে থাকি। জি২০ একাদশ শীর্ষ সম্মেলন আগামী ৪ থেকে ৫ সেপ্টেম্বর চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। বিশ্বের অর্থনৈতিক ধীর উন্নয়নের পরিপ্রেক্ষিতে এবারের হাংচৌ শীর্ষ সম্মেলনে বিশ্বের জনগণ অনেক প্রত্যাশা করছে। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিবাদ্য হচ্ছে 'উদ্ভাবনশীল, সমৃদ্ধ ও শক্তিশালী, আন্তসংযুক্ত এবং সর্বাদ্মক বৈশ্বিক অর্থনীতির লক্ষ্যে'(Toward innovative, invigorated, interconnected and inclusive world economy)। এবারের জি২০ শীর্ষ সম্মেলনে কি কি আলোচ্য বিষয় প্রধান্য পাচ্ছে এবং চীন তাতে কেমন ভূমিকা পালন করবে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকের টপিক অনুষ্ঠানে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040