ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে চীনা নেতার সাক্ষাত
  2016-08-29 19:34:30  cri

অগাস্ট ২৯: সোমবার চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ার‌ম্যান ফান ছাং লোং পা ই ভবনে ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী এনগো স্যুয়ান লিচের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ফান ছাং লোং বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করে এবং দ্বন্দ্ব ও মতভেদ দূর করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে চায়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুয়েন ফু থ্রং বেশ কয়েকবার সাক্ষাত করেছেন এবং চীন-ভিয়েতনাম কৌশলগত অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে একমত হয়েছেন। তারা দু'দেশের সম্পর্ক উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছেন।

এনগো স্যুয়ান লিচ বলেন, ভিয়েতনাম-চীন দু'বাহিনীর ঐতিহ্যবাহী মৈত্রী গভীর করা, আস্থা বাড়ানো, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার এবং দ্বন্দ্ব ও মতভেদ দূর করার ব্যবস্থা নেবে। যাতে দু'পার্টি ও দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040