ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্, দ্বিপক্ষীয় বৈঠক
  2016-08-29 18:35:51  cri
৯ ঘন্টার সংক্ষিপ্ত সফরে সোমবার সকালে ঢাকা আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সকাল ১০টার দিকে হয়রত শাহজালাল বিমান বন্দের এসে পৌঁছান তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান।

বিমান বন্দর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চলে যান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর ঘুরে দেখেন তিনি। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন কেরি। পৌনে একঘন্টা শেখ হাসিনার সঙ্গে কাটান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিকালে ধানমন্ডির মাইডাসে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন কেরি। পরে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা তার। একই দিন সন্ধ্যায় বিশেষ বিমানে করে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040