সিএএএস-এর প্রশিক্ষণার্থী ড. রেজা মোহাম্মদ ইমনের সাক্ষাতকার
  2016-08-29 15:23:56  cri

 


সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র বাংলা বিভাগের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে আজ আপনারা চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সাইন্স (সিএএএস)-র প্রশিক্ষণার্থী ড. রেজা মোহাম্মদ ইমনের সাক্ষাতকার শুনবেন।

রেজা ইমন বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার-এর একজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। বর্তমানে তিনি সিএএএস-এ 'স্বল্প সময়ে উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনে মিউটেশন ব্রিডিং ও জৈব প্রযুক্তি' বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

এর আগে তিনি চায়না ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (সিএনআরআরআই), হাংচৌ থেকে পোস্ট ডক্টরেট করেছেন। সেখানে তিনি 'কোয়ালিটি রাইস ব্রিডিং' নিয়ে কাজ করেছেন।

সিআরআই বাংলার অনুষ্ঠানে আজ আমরা তার গবেষণার বিষয় সম্পর্কে বিস্তারিত শুনবো।

প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040